Select Page
২০২১-০১-০৩
জাতীয় প্রেসক্লাব এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জ্ঞাপন।

স্মারক নং- না.প. ০১/২০২১-

১৯ পৌষ ১৪২৭/৩ জানুয়ারি ২০২১

ফরিদা ইয়াসমিন
সভাপতি,
ব্যবস্থাপনা কমিটি, জাতীয় প্রেসক্লাব
ঢাকা- ১২০০।

বিষয় : জাতীয় প্রেসক্লাব এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জ্ঞাপন।

প্রিয় ফরিদা ইয়াসমিন,

আপনি জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বাংলাদেশে এই প্রথমবার একজন নারী সাংবাদিক জাতীয় প্রেসক্লাবের এই পদটিতে অধিষ্ঠিত হলেন। আপনি এই প্রেসক্লাবের প্রথম নির্বাচিত নারী সাধারণ সম্পাদকও। এই সাফল্য আমাদের আনন্দ ও গর্বের মাত্রাকে অনেকগুন বাড়িয়ে দিয়েছে। নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

আমাদের সমাজে নারীর জন্য কোন অর্জনই সহজসাধ্য নয়, সে ক্ষেত্রে সাংবাদিকতা জগতে আপনার এই অর্জন আরও অনেক বেশী পরিশ্রম, লড়াই ও সাধনার ফসল নিশ্চয়ই। আমাদের প্রত্যাশা, ভবিষ্যতেও আপনি এরকম লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে যেমন উচ্চ শিখরে নিয়ে যাবেন তেমন সমগ্র নারী সমাজের অগ্রগতি সাধনের ক্ষেত্রে আপনার লোখালেখি এবং কর্মকান্ডকে আরও বেগবান ও শক্তিশালী করবেন।

আরও একবার অভিনন্দন ও শুভেচ্ছাসহ,

মাহমুদা বেগম গিনি
সভানেত্রী।


 

Pin It on Pinterest

Share This