স্মারক নং- না.প. ০৫/২০১৫-১৫৮
১১ জ্যৈষ্ঠ ১৪২২/২৫ মে ২০১৫
বরাবর,
ফারজানা ইসলাম
উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সাভার, ঢাকা
বিষয়: ছাত্রী ধর্ষণকারীদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য অভিনন্দন
শ্রদ্ধাভাজনেষু,
গত ১ বৈশাখ ১৪২২/১৪ এপ্রিল ২০১৫, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণকারী পাঁচ ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন।
ঐদিন দেশের বিভিন্ন স্থানে বর্ষবরণ অনুষ্ঠানে আগত নারীদের ওপর ধর্ষণ ও যৌন আক্রমণের ঘটনা ঘটেছে। এরপর নারীর ওপর আরো অনেকগুলো ধর্ষণ ও যৌন আক্রমনের ঘটনা ঘটেছে, যার কোনটির গ্রহণযোগ্য তদন্ত বা বিচার এখনো হয়নি বা অপরাধীরা গ্রেফতার হয়নি; বরং পুলিশ প্রশাসন ও সরকার তাদেরকে এক ধরনের প্রচ্ছন্ন আশ্রয়-প্রশ্রয়ই দিয়ে যাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। সরকার ও পুলিশ প্রশাসনের দায়িত্বহীনতা, কর্তব্যে অবহেলা ও বিচারহীনতার কারণে অপরাধীরা দিনকে দিন আরো বেপরোয়া হয়ে নারীর ওপর ধর্ষণ ও যৌন আক্রমণ করেই চলেছে। এমতাবস্থায় আপনার এই সাহসী পদক্ষেপে আমরা কিছুটা হলেও আশ্বস্ত হয়েছি যে, অন্তত একটি প্রতিষ্ঠানে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে। এই ধরনের সাহসী পদক্ষেপে আমরা সর্বদা আপনার পাশে আছি।
আমাদের প্রত্যাশা, আপনার এই পদক্ষেপ সরকার এবং পদস্থ অন্যান্য ব্যক্তি ও প্রশাসনকে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে উদ্ভুদ্ধ করবে।
শুভেচ্ছাসহ,
অমিতা দে
সভানেত্রী
নারীপক্ষ