Select Page
২০১৫-০৫-০৪
‘কর্মজীবী নারী’ এর ২৪ বছর পূর্তিতে নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

স্মারক নং- না.প- ০৫/২০১৫-

২১ বৈশাখ ১৪২২/৪ মে ২০১৫

বরাবর,
ড. প্রতিমা পাল মজুমদার
সভাপতি, কর্মজীবী নারী
৩/৬, সেগুনবাগিচা, ঢাকা- ১০০০

প্রীতিভাজনেষু,

‘কর্মজীবী নারী’ এর ২৪ বছর পূর্তিতে নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

এ দেশের শ্রমজীবী নারীদের, বিশেষতঃ নি¤œ আয়ের খেটে খাওয়া অবহেলিত নারীদের অধিকার প্রতিষ্ঠায় ‘কর্মজীবী নারী’ গত ২৪ বছর ধরে নিরন্তর লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে, যা প্রশংসার দাবিদার। আপনাদের এই পথচলায় আমাদের শুভকামনা সর্বদা আপনাদের সাথে থাকবে।

দৃপ্ত শপথে উদ্দীপ্ত হোক আপনাদের দৃঢ় পথচলা।

শুভেচ্ছাসহ

অমিতা দে,
সভানেত্রী
নারীপক্ষ


 

Pin It on Pinterest

Share This