স্মারক নং- না.প. ৮/২০১৮-
৫ ভাদ্র ১৪২৫/২০ আগস্ট ২০১৮
বরাবর,
মাফুজা আক্তার কিরণ
চেয়ারম্যান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), নারী উইং
বাফুফে ভবন
মতিঝিল বাণিজ্যিক এলাকা
ঢাকা- ১০০০
বিষয়: একের পর এক বিজয়ে বাংলাদেশ নারী ফুটবল দলকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা
প্রিয় বোনেরা ,
বাংলাদেশ হয়ে নেপাল, তাজাকিস্তান, হংকং, ভূটান- দিনে দিনে যেন অপ্রতিরোধ্য অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। তারা গাইছেন দিন বদলের গান, দেশের মানুষকে আবারো আশান্বিত করছেন ফুটবল নিয়ে। সাফ ফুটবল অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জিতেছিল স্বাগতিক বাংলাদেশ। গত ২৪ ডিসেম্বর ২০১৭ দেশের মাটিতে অনূর্ধ-১৫ সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। অতি সম্প্রতি ভুটানের রাজধানীতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবলে পাকিস্তান, ভূটান ও নেপালকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে ওঠে। গত ১৮ আগস্ট ভারতের সাথে ফাইনাল খেলে রানার্সআপ হয়, এটিও কম বড় বিজয় নয়। অদূর ভবিষ্যতে নিশ্চয়ই তারা এই চ্যাম্পিয়নশিপও অর্জন করবে এবং একদিন বিশ্ব জয় করবে।
আমাদের সমাজে নারীর জন্য কোন অর্জনই সহজসাধ্য নয়। ঘরে, বাইরে, সর্বত্র প্রতিটি পদক্ষেপে নারীকে লড়াই করে এগিয়ে যেতে হয়। সেক্ষেত্রে ক্রীড়াজগতে এই অর্জন আরও অনেক বেশী পরিশ্রম, লড়াই ও সাধনার ফসল। অনেকের চোখ রাঙানি উপেক্ষা করে ২০০৩ সালে দেশে মেয়েদের ফুটবলের যে ছোট্ট চারা গাছটি রোপিত হয়েছিল সেটি এখন ফলদায়ক বৃক্ষ। তার প্রমাণ আপনাদের এই ধারাবাহিক বিজয়। দেশের মেয়েদের এইসকল কৃতিত্বে আমরা যারপরনাই আনন্দিত ও আবেগাপ্লুত। দলের প্রতিটি সদস্যকে এবং সেইসাথে আপনাকেও জানাই আমাদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
আমাদের প্রত্যাশা, ভবিষ্যতে আপনারা আরো সাফল্যের নজির স্থাপন করে আপনাদের নিজেদের যেমন উচ্চ শিখরে নিয়ে যাবেন তেমন নারীসমাজ তথা সমগ্র বাংলাদেশের অগ্রগতি সাধনের ক্ষেত্রে নিরলস সংগ্রাম চালিয়ে যাবেন। এই কিশোরীদের হাত ধরেই একদিন দেশের ফুটবল ফিরে পাবে হারানো গৌরব।
আরও একবার নিরন্তর শুভেচ্ছাসহ,
রেহানা সামদানী
প্রচার সম্পাদক, নারীপক্ষ