Select Page
২০১৩-০২-১২
‘একুশে পদক’ প্রাপ্তিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এর সকল শিল্পী, কলাকুশলী এবং এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে অভিনন্দন জ্ঞাপন।

স্মারক নং- না.প. ০২/২০১৩-

৩০ মাঘ ১৪১৯/১২ ফেব্র“য়ারি ২০১৩

বরাবর,
উদীচী শিল্পীগোষ্ঠী এর সকল বোন ও ভাই
প্রযত্নে: কামাল লোহানী
সভাপতি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী
১৪/২, তোপখানা রোড, ঢাকা- ১০০০

বিষয় : ‘একুশে পদক’ প্রাপ্তিতে অভিনন্দন জ্ঞাপন।

প্রিয় উদীচী শিল্পীগোষ্ঠী এর বোন ও ভাইয়েরা,

‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’ এর ২০১৩ সালের ‘একুশে পদক’ প্রাপ্তির জন্য আমরা অত্যন্ত আনন্দিত। নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এর সকল শিল্পী, কলাকুশলী এবং এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেবল শিল্পকলায় নয়, প্রতিষ্ঠা লগ্ন থেকেই এ দেশের প্রতিটি গণ-আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই স্বীকৃতি উদীচী শিল্পীগোষ্ঠী এর কর্মকান্ডকে আরো বেগবান করতে প্রেরণা যোগাবে নিশ্চয়ই। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে উদীচীর অগ্রণী ভূমিকার প্রতি আমাদের সংহতি জানাচ্ছি।

শ্রদ্ধার সাথে,

ইউ.এম. হাবিবুন নেসা
সভানেত্রী


 

Pin It on Pinterest

Share This