আন্তর্জাতিক নারীস্বাস্থ্য দিবসের ইতিকথা : ১৯৮৭ সালে কোস্টারিকায় অনুষ্ঠিত Women’s Global Network on Reproductive Rights (WGNRR) এর সদস্যদের সভায় ২৮ মে কে আন্তর্জাতিক নারীস্বাস্থ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৯৯০ সালে WGNRR নারীর অধিকার ও স্বাস্থ্য নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠনের মাধ্যমে সারা বিশ্বে এ দিবসটি পালনের জন্য নারীস্বাস্থ্য, বিশেষত প্রসূতি মৃত্যু হ্রাস ও প্রসব জনিত রোগভোগ থেকে রক্ষা পেতে ব্যাপক সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের জন্য প্রচার প্রচারনা শুরু করে।
১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার সরকার ২৮ মে কে আমর্ত্মজাতিক নারী স্বাস্থ্য দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। পরবর্তীতে WGNRR ২০০৩ সাল থেকে প্রতিবছরই ২৮মে একটি বিশেষ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্বব্যাপী প্রচার অভিযানের কর্মসূচী হাতে নেয়।
এরই ফলে ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার ২৮মে আন্তর্জাতিক নারীস্বাস্থ্য দিবসকে ”নিরাপদ মাতৃত্ব দিবস” হিসেবে ঘোষণা করে এবং কিছু বিশেষ পদক্ষেপ গ্রহন করে। এই দিবস ঘোষণার পিছনে নারীপক্ষ’র সদস্য প্রয়াত নাসরীন হক এর বিশেষ ভূমিকা ছিল।
নারীপক্ষ WHRAP প্রকল্পের মাধ্যমে গত ২০০১ সাল থেকে বরিশাল বিভাগে এই দিবসটি পালন করে আসছে। প্রতিবারের মতো এবারও স্থানীয় পর্যায়ে ২৭ মে ২০১৪ আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবসটি উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- ”নিরবিচ্ছিন্ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়া নারীর অধিকার”
দিবস উদযাপনের উদ্দেশ্য:
– নারীর নিরবিচ্ছিন্ন ও মানসম্মত স্বাস্থ্য সেবার মান উন্নয়ন
– প্রসূতি মৃত্যু হ্রাস ও নিরাপদ প্রসবের অধিকার নিশ্চিতকরণ
বিবরণ: সারা বিশ্বের প্রসূতি মৃত্যুর একটি বড় অংশ ঘটছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। ২০০৯ সালে মানবাধিকার কাউন্সিলের স্বীকৃতি অনুযায়ী প্রসূতি মৃত্যুর অধিক হার ও প্রসবজনিত রোগভোগ অগ্রহণযোগ্য এবং তা প্রতিরোধযোগ্য। প্রসূতি মৃত্যুর বর্তমান হার জীবনে বেঁচে থাকার অধিকারকে লঙ্ঘন করে; যা নারীর মানবাধিকারের বিষয়। নারীর নিরবিচ্ছিন্ন ও মানসম্মত স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষে নারীপক্ষ’র ‘নারীর স্বাস্থ্য ও অধিকার সংক্রান্ত এ্যাডভোকেসী পার্টনারশীপ (WHRAP)’ প্রকল্প কর্মএলাকা বরিশাল বিভাগের ৩টি জেলায় নারী স্বাস্থ্য অধিকার আন্দোলন জোট এবং ৬টি উপজেলায় স্থানীয় সহযোগী সংগঠনের মাধ্যমে আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস উদ্যাপন করা হয়। দিবস উদযাপনের পূর্বে ৩টি জেলায় ও ৬টি উপজেলায় জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন এবং দিবস উদযাপনের দিন রালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবস উদ্যাপনের অনুষ্ঠানে নারী দলের সদস্য, দাই, জোটের সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন সত্মরের প্রায় ১১০৪ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ১১০৪ জনের মধ্যে ৫০৬ জন মতামত জরিপে অংশগ্রহন গ্রহন করেন। এর মধ্যে ২৮৭ জন নারী এবং ২১৯ জন পুরুষ ছিলেন। দিবস উদ্যাপনের সংবাদ ৪ টি জাতীয় দৈনিক (ইত্তেফাক, বর্তমান, যায় যায় দিন, সমকাল) এবং স্থানীয় ২১ টি দৈনিক সংবাদ পত্রে প্রকাশিত হয়। এছাড়াও ২টি টেলিভিশনে চ্যানেলে (মোহনা ও গাজী) দিবস উদ্যাপনের সংবাদ প্রচারিত হয়েছে।
২০১৪ সালে যে সকল এলাকায় দিবসটি উদযাপন করা হয়েছেঃ
কর্ম এলাকা | বাসত্মবায়নকারী সংগঠন/জোটের নাম |
|
জেলার নাম | উপজেলার নাম | |
বরগুনা | বরগুনা সদর | বরগুনা জেলা নারী স্বাস্থ্য অধিকার আন্দোলন জোট |
পাথরঘাটা | সংকল্প ট্রাস্ট | |
বামনা | আর্থ-সামাজিক শিক্ষা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা (অ্যাসেড) | |
আমতলী | নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) | |
পটুয়াখালী | পটুয়াখালী সদর | পটুয়াখালী জেলা নারী স্বাস্থ্য অধিকার আন্দোলন জোট |
বাউফল | পটুয়াখালী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিডিও) | |
দশমিনা | অন্বেষা সমাজ সেবা সংঘ | |
বরিশাল | বরিশাল সদর | বরিশাল জেলা নারী স্বাস্থ্য অধিকার আন্দোলন জোট |
ঝালকাঠী | রাজাপুর | চিল্ড্রেন এন্ড ইয়থ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) |