Select Page
১৯৯৩-১২-১৭
আলোর স্মরণে কাটুক আঁধার -১৯৯৩

বাইশ বছর আগে, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর, লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে আমাদের দেশ- বাংলাদেশ।

একটি মুক্ত স্বদেশ ছিল এ দেশের হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, মসুলমান, অন্যান্য সকলের স্বপ্ন।

বাংলার মুক্তিকামী মানুষের প্রতি বিভিন্ন দেশের আপামর জনতা সংহতি ঘোষণা করেছিল। আর্ন্তজাতিক সহযোগিতার যে হাত প্রসারিত হয়েছিল সে সময়, সে ঘটনা ইতিহাসে বিরল। আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি যে আমত্মর্জাতিক সংহতি, সমর্থন ও সহযোগিতা থেকে আমরা লাভবান হয়েছি, অপরের ক্ষেত্রে আমরা তার কতটুকু বা প্রদর্শন করতে পেরেছি। আমাদের মধ্যে সে উদারতার প্রতিফলন ঘটেনি। বস্ত্তত, জাতিগত ভাবে সেই সব সাধারণ মানুষের অবদানের যথার্থ স্বীকৃতি দিতে আমরা ব্যর্থ হয়েছি। এমন কি, অন্যদেশের স্বাধীনতা আন্দোলনের সাথে যথার্থ সংহতি প্রকাশ করতে ব্যর্থ হয়েছি। তাই, স্বাধীনতা অর্জনের বাইশতম পূর্তিতে আমাদের সেই বিগত দিনগুলোর কথা স্মরণ করা দরকার। তার সাথে আজ প্রয়োজনে সুখ, শাস্তি ও সম্প্রীতি স্থাপন করার লক্ষ্যে পৃথিবীর সকল মুক্তিকামী মানুষের সাথে সংহতি প্রকাশ করা।

আজ আমাদের অসিত্মত্ব বজায় রাখার জন্য বলীয়ান হতে হবে। আজ, বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে স্বাধীনতার লক্ষ্য তথা সাংস্কৃতিক আত্ম পরিচয়, পরমত সহিষ্ণুতা, আত্মনিয়ন্ত্রণ ও গণতান্ত্রিক আচার আচরণ ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাবোধ তুলে ধরতে হবে। সেই সাথে আমাদের প্রতিশ্রুনতিকে স্পষ্ট করে পুনরুনচ্চারণ করতে হবে। প্লাবনের পর সর্বসান্ত নারী এবং কৃষকের সংগ্রামী সত্তা যে দেখেছে, সে জানে বাঙালীর পঁজি ফুরোয়নি এখনো।

রাজনৈতিক ও ধর্মীয় ভেদাভেদের উষ্মায় সাংস্কৃতিক ও স্বাভাবিক স্রোতকে যে দেখতে পায় না, সে সত্যই দুর্ভাগা! ইতিহাসের মূল প্রবাহের বাইরে রয়ে যায় সে। অনগ্রসরতা ও অতীত আশ্রয়ী দ্বিধা বিভক্তির কালোছায়া আজ চারিদিকে বিরাজ করছে। আমরা সেই আঁধার কাটাতে আলোর স্মরণে, আজ এখানে সমবেত হয়েছি। এই আলো দৃষ্টি ফিরিয়ে দিক আমাদের। এই আলো দূর করুক সকল সংকীর্ণতা। ধর্মের উর্ধ্বে, ভাষার উর্ধ্বে, জাতির উর্ধ্বে নির্মিত হোক পৃথিবীময় মানুষের সংহতি। সকল অজ্ঞতা ও বিভ্রান্তির বেড়াজাল অতিক্রম করে ইতিহাসের ধারাবাহিকতায় আপনস্থান বুঝে নেবার জন্য বিগত পাঁচ বছরের মত এবারও নারীপক্ষ বিজয় দিবস উপলক্ষে হারানো স্বজনদের স্মরণে নিবেদন করছে ‘আলোর স্মরণে কাটুক আঁধার’ আজকের এই সান্ধ্য অনুষ্ঠান।

৩ পৌষ ১৪০০/১৭ ডিসেম্বর ১৯৯৩

নারীপক্ষ
র‌্যাংগস নীলু স্কোয়ার (৫ম তলা), বাড়ী- ৭৫, সড়ক- ৫/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ
জিপিও বক্স-৭২৩, ঢাকা-১০০০, ফোন : ৮৮০-২-৮১১৯৯১৭, ৮১৫৩৯৬৭, ফ্যাক্স : ৮৮০-২-৮১১৬১৪৮
ই-মেইল : naripokkho@gmail.com, ওয়েব : www.naripokkho.com.bd

Pin It on Pinterest

Share This