২২মে, ১৯২৪ মুর্শিদাবাদের তারানগরে বেগ পরিবারে নূরজাহান বেগ এর জন্ম। তাঁর মা খতিমুন নেসা এবং বাবা আইয়ূব হোসেন বেগ। বাবা ছিলেন ব্রিটিশ পুলিশ সার্ভিসের মুর্শিদাবাদ জেলার লালগোলার পুলিশ প্রধান। মা গৃহব্যবস্থাপক। সাত বোনের মধ্যে তিনি চতুর্থ।
১৯৪৮ সালে খান সারওয়ার মুর্শিদের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই ছেলে খান আহমেদ সায়ীদ মুর্শিদ ও খান আহমেদ নুআয়ীদ মুর্শিদ এবং দুই মেয়ে তাজীন মাহনাজ মুর্শিদ ও শারমীন সোনিয়া মুর্শিদ।
বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন (PDF File)