Select Page
২০২২-১১-০৫
‘নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ’ প্রকল্প

জেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে “নারীর উপর সহিংসতা মোকাবিলায় আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা

মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় পরিচালিত নারীপক্ষ’র ‘নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ’ প্রকল্পের আওতায় তিনটি জেলার সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে “নারীর উপর সহিংসতা মোকাবিলায় আমাদের করণীয়” শীর্ষক তিনটি অনলাইন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী ও শিশুর উপর সহিংসতার চিত্র তুলে ধরা হয়। সকলের সমন্বিত প্রচেষ্টায় নারীর উপর সহিংসতা প্রতিরোধে উদ্যোগ গ্রহণ ও নারীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদেরকে আতনির্ভরশীল ও স্বাবলম্বী করার কর্মকৌশলও নির্ধারণ করা হয় উক্ত সভায়।

সভাগুলো যথাক্রমে ৭ আশ্বিন ১৪২৭/ ২২ সেপ্টেম্বর ২০২০ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে ওয়েলফেয়ার এফোর্টস (উই), ঝিনাইদহ; ১৩ আশি^ন ১৪২৭/২৮সেপ্টেম্বর ২০২০ জেলা প্রশাসক মো: শরিফুল ইসলাম এর সভাপতিত্বে হার্টকোর পিপল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এইচপিডিও), জয়পুরহাট; এবং ১৪ আশি^ন ১৪২৭/২৯ সেপ্টেম্বর ২০২০ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রওশন কবীর এর সভাপতিত্বে প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্ট (পিডাবিøউডি), সিরাজগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয়।

সভায় সংশ্লিষ্ট জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক, যুবউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক, ২ নং নারী ও শিশু ট্রাইবুনাল এর পিপি, সহকারি পিপি, জেলা লিগ্যাল এইড অফিসার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, হাসপাতালের তত্বাবধায়ক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, হাসপাতালের আর এম ও, থানার অফিসার ইনচার্জ, জজ কোর্টের পিপি, সচিব, স্থানীয় সাংবাদিক, বিশিষ্ট সমাজসেবক, কলেজের অধ্যক্ষ, নারী, কিশোর ও কিশোরী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাগুলো সঞ্চালনা করেন নারীপক্ষ’র সদস্য ও প্রকল্প সমন্বয়কারী রওশন আরা।

Pin It on Pinterest

Share This