Select Page
২০২২-১১-০৮
নারীবাদী অংশগ্রহণমূলক গবেষণা প্রকল্প

কুর্মিটোলা ক্যাম্পের নারীর জীবন নিয়ে গবেষণার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা
৭ জ্যৈষ্ঠ ১৪২৪/২১ মে ২০১৭, মহিলা বিষয়ক অধিদপ্তর

নারীপক্ষ’র নারীবাদী অংশগ্রহণমূলক গবেষণা প্রকল্প (এ্যাডভোকেসী পর্ব) এর কুর্মিটোলা ক্যাম্পের নারীর জীবন নিয়ে গবেষণার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা ৭ জ্যৈষ্ঠ ১৪২৪/২১ মে ২০১৭ মহিলা বিষয়ক অধিদপ্তর-এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালকবৃন্দ, সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, কুর্মিটোলা ক্যাম্পের ১১ জন নারী ও নারীপক্ষ’র সদস্যবৃন্দসহ সর্বমোট ২৫ জন অংশগ্রহণ করেন। উক্ত সভায় সভাপ্রধান ছিলেন সাহিন আহমেদ চৌধুরী, মহা-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারীপক্ষ’র সভানেত্রী রেহানা সামদানী।

নারীপক্ষ আগস্ট ২০১৫ থেকে নারীবাদী অংশগ্রহণমূলক গবেষণা কর্মসূচি নামে একটি গবেষণা কর্মসূচি পরিচালনা করেছে। এই কর্মসূচিটি ঢাকার মিরপুর এর কালশী এলাকার কুর্মিটোলা ক্যাম্পের (কেটিসি) ঊর্দূভাষী নারীদের নিয়ে। বাংলাদেশে ভাষাগতভাবে সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে ঊর্দূভাষী নারীরা যারপরণাই প্রান্তিক এবং তাঁদের সাথে কাজ করছে নগণ্য সংখ্যক বেসরকারী সংস্থা। এই প্রেক্ষিতে নারীপক্ষ ঊর্দূভাষী নারীদের নিয়ে একটি অংশগ্রহণমূলক গবেষণার উদ্যোগ নেয়। Asia Pacific Forum on Women, Law and Development (APWLD) এর আর্থিক ও কারিগরি সহায়তায় গবেষণা কর্মসূচিটি বাস্তবায়িত হয়েছে। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল পিছিয়ে পড়া ঊর্দূভাষী নারীর জীবন অভিজ্ঞতা নিয়ে গবেষনা, বাস্তবতার আলোকে বিশ্লেষণ ও তাঁদের অধিকার আদায়ে সীমাবদ্ধতা চিহ্নিত করা এবং সীমাবদ্ধতা বিশ্লেষণ করে এ্যাভোকেসী কৌশল নির্ধারণ করা।

কুর্মিটোলা ক্যাম্পের নারীর জীবন নিয়ে গবেষণার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা
২১ বৈশাখ ১৪২৪/৪ মে ২০১৭ সুরভি স্কুল, কুর্মিটোলা ক্যাম্প, কালশী

২১ বৈশাখ ১৪২৪/৪ মে ২০১৭ সুরভি স্কুল কুর্মিটোলা ক্যাম্প, কালশীতে নারীপক্ষ’র নারীবাদী অংশগ্রহণমূলক গবেষণা প্রকল্প (এ্যাডভোকেসী পর্ব) এর কুর্মিটোলা ক্যাম্পের নারীর জীবন নিয়ে গবেষণার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মোঃ আনোয়ার হোসেন, বস্তি উন্নয়ন কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কুর্মিটোলা ক্যাম্পের ৩৫ জন নারী ও নারীপক্ষ’র সদস্য মাকসুদা বেগম উপস্থিত ছিলেন। সভায় কুর্মিটোলা ক্যাম্পের নবীন নারী শাহানাজ আক্তার ক্যাম্পে নারীদের সমস্যা ও কাজ করার ক্ষেত্রে সীমাবন্ধতা উপস্থাপন করেন। এছাড়া রানী আক্তার ও ময়না সিটি কর্পোরেশন থেকে কি কি সহযোগীতার পাওয়া যেতে পারে তা জানতে চান। সিটি কর্পোরেশন কর্মকর্তা কালশী বস্তিতে কি কি কাজ করেছেন তা বর্ণনা করেন। এছাড়া যেসকল ক্ষেত্রে সহযোগীতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তা নি¤œরূপ:
১. কুর্মিটোলা ক্যাম্পের রাস্তার উপরে যে ময়লা থাকে তা অপসারণের জন্য একটি ভ্যানের ব্যবস্থা করে দিবেন বেসরকারী সংস্থার মাধ্যমে
২. টয়লেট ও ড্রেন পরিস্কার করার ব্যবস্থা করা
৩. ড্রেনের উপর স্লাব করে দেয়া
উপরোক্ত কাজে সহযোগিতা করবেন তবে সিটি কর্পোরেশন এর বস্তি উন্নয়ন কর্মকর্তা বরাবর একটা আবেদন করার জন্য পরামর্শ দিয়েছেন।

Pin It on Pinterest

Share This