Select Page
২০১৫-০৫-২৭
হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্রে নারীদের পোশাক ও শালীনতা নিয়ে কটাক্ষ করে প্রশ্ন করার নিন্দা ও প্রতিবাদ

স্মারক নং- না.প. ০৫/২০১৫-১৬১

১৩ জ্যৈষ্ঠ ১৪২১/ মে ২০১৫

প্রতিবাদ বিবৃতি

বিষয়: হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্রে নারীদের পোশাক ও শালীনতা নিয়ে কটাক্ষ করে প্রশ্ন করার নিন্দা ও প্রতিবাদ

পত্রিকান্তরে জানা যায়, গত ১১ জ্যৈষ্ঠ ১৪২২/২৫ মে ২০১৫ হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ইসলাম ধর্ম (সৃজনশীল) পরীক্ষার প্রশ্নপত্রের ৫ নং প্রশ্নে নারীর ওপর যৌন সহিংসতা, যৌন আক্রমণ ও ধর্ষণের জন্য নারীর পোশাক-পরিচ্ছদ ও চলাফেরাকেই দায়ী করা হয়েছে। এমন অর্বাচীন ও নারীবিদ্বেষী দৃষ্টিভঙ্গির আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আশা করি, হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের মতো শীর্ষস্থানীয় মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানেই ছাত্রীদের স্বাবলম্বী ও স্বতন্ত্র মানুষ হবার পাঠ দান করা হবে। এই ব্যাপারে কর্তৃপক্ষ এবং শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের উল্লেখিত প্রশ্নপত্রে দুই নারীর পোশাক-পরিচ্ছদ এবং আচার-আচরণ সম্পর্কিত একটি উদাহরণ দিয়ে প্রশ্ন করে, ক. শালীনতা কী? খ. রুমানা পোশাক-পরিচ্ছদে শালীনতা অবলম্বন করবে কেন? ব্যাখ্যা কর, গ. সানজিদাকে অনুসরণ করে আমরা কিভাবে সামাজিক অবক্ষয় থেকে নিজেকে রক্ষা করতে পারি? ব্যাখ্যা কর, ঘ. সুস্থ, সুন্দর সমাজ গঠনে শালীনতার তাৎপর্য ও গুরুতব কুরআন-হাদীসের আলোকে বিশ্লেষণ কর। উদাহরণটি নিম্নরূপ:

সানজিদার চালচলন, বেশভূষা ও কথাবার্তা বেশ মার্জিত; সবাই তার সাথে সদাচরণ করে। অপরপক্ষে, তার সহপাঠী রুমানা আটসাঁট পোশাক পরে, তাই সে গেঞ্জি ও জিন্সের প্যান্ট পরে প্রতিবছর বৈশাখী মেলাসহ বিভিন্ন মেলায় অংশগ্রহণ করে। মাঝেমধ্যে সে অনেক সমস্যায় পড়ে। তার কথা-বার্তা চালচলন মার্জিত নয়। পাড়ার ছেলেরা অনেকসময় তাকে উত্যক্ত করে। এ বছর বৈশাখী মেলায় ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে রুমানা সানজিদাকে জানালে সানজিদা তাকে পোশাক-পরিচ্ছদে শালীনতা অবলম্বনের পরামর্শ দেয়।

আমরা সত্মম্ভিত এবং ক্ষুব্ধ যে, হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের মতো আদর্শখ্যাত, নামী, বহু বছরের পুরাতন, পরীক্ষার ফলাফলে শীর্ষে অবস্থানকারী একটি মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে এ ধরনের প্রশ্নপত্র করা হয় এবং দেশের শিক্ষাসূচিতে তা গ্রহণযোগ্য হয় !

বার্তা প্রেরক

ফিরদৌস আজীম
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ

Pin It on Pinterest

Share This