২৯ মাঘ ১৪৩০/১২ ফেব্রুয়ারি ২০২৪
পত্রিকান্তরে প্রকাশিত খবরে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি ২০২৪, সকাল আটটার দিকে ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের ৯ তলা থেকে পড়ে কিশোরী গৃহকর্মী প্রীতি উরাং (১৫) মারা যায়। প্রীতি ঐ ভবনের বাসিন্দা ডেইলি স্টার- এর নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক এর বাসায় কাজ করতো। ঘটনার পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং উক্ত বাসা থেকে গৃহকর্তা সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারসহ তাদের ছেলে, মেয়ে ও দুই আত্মীয়কে আটক করে মোহাম্মদপুর থানায় নিয়ে যায়।
উল্লেখ্য, ৬ আগস্ট ২০২৩, ৯ বছরের শিশু গৃহকর্মী ফেরদৌসীও উক্ত বাসা থেকে নীচে পড়ে মারাত্মক আহত হয় এবং তার উপরে নানা ধরনের নির্যাতনের খবর প্রকাশ পায়।
সরকার, পুলিশপ্রশাসন ও বিচারবিভাগের কাছে নারীপক্ষ’র দাবি, প্রীতি উরাং এর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষী প্রত্যেক ব্যক্তিকে বিচারের সম্মুখীন করা হোক। একজন দোষীও যেন কোনরকম প্রভাব-প্রতিপত্তি খাটিয়ে বা আইনের ফাঁক-ফোকর গলিয়ে বেরিয়ে যেতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণেরও দাবি জানাচ্ছে নারীপক্ষ।
বার্তা প্রেরক,
সাফিয়া আজীম
আন্দোলন সম্পাদক,
নারীপক্ষ।