১ কার্তিক ১৪২১/১৬ অক্টোবর ২০১৪
সংবাদ বিজ্ঞপ্তি
‘বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৪’ বিয়ের বয়স পূর্বের মত বহাল রাখা
অদ্য ১৬ অক্টোবর ২০১৪ বিকাল ৩টায় ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠন’ এর পক্ষ থেকে জনাব মেহের আফরোজ চুমকী, মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর সাথে সাক্ষাত করে নারীর বিয়ের বয়স ১৮ এবং পুরুষের বিয়ের বয়স ২১ বহাল রাখার জন্য স্মারকলিপি দেয়া হয়েছে। নারীপক্ষ, আইন ও সালিশ কেন্দ্র, মহিলা আইনজীবী সমিতি, একশন এইড, বস্নাষ্ট, আমরাই পারি, নাগরিক উদ্যোগ, কেয়ার বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বাল্যবিবাহের সাধারণ ফলাফল হচ্ছে: অকাল গর্ভধারণ, অপুষ্ট শিশুর জন্ম, শিশু ও প্রসূতিমৃত্যু, নারীর স্বাস্থ্যহানি, প্রতিবন্ধীর সংখ্যা বৃদ্ধি, বহুবিবাহ ইত্যাদি। এছাড়া বয়স কমালে অনেক সরকারী কার্যক্রম ক্ষতিগ্রস্থ যেমন; স্নাতক পর্যন্ত নারীর অবৈতনিক শিক্ষা। বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও দেশীয় আইনে ভোটাধিকার পায় না, কোন বিষয়ে চুক্তিবদ্ধ হবার আইনি অধিকার পায় না এবং নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০০৩, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০, জাতীয় শিশুনীতি ২০১১ ইত্যাদির সাথে সাংর্ঘর্ষিক।
মাননীয় প্রতিমন্ত্রী মনোযোগ দিয়ে প্রতিনিধিদের বক্তব্য শোনেন। তিনি বলেছেন এই আইন সময় নিয়ে সবার সাথে আলোচনা সাপেক্ষ যেভাবে ভাল হয় সেভাবেই আইনটি চূড়ান্ত করা হবে।
আপনার বহুল প্রচারিত পত্রিকায় সংবাদটি প্রকাশের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বরাবরের ন্যায় এবারও আপনার সহযোগিতা পাবো বলে আশা করছি।
ধন্যবাদান্তে
ফেরদৌসী আক্তার
প্রচার সম্পাদক, নারীপক্ষ
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠন