Select Page
২০১৩-০৪-০৭
হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির বিরুদ্ধে প্রতিবাদ ও সরকারের অবস্থানের নিন্দা

স্মারক নং- না.প. ০৪/২০১৩-১১৪

২৪ চৈত্র ১৪১৯
৭ এপ্রিল ২০১৩


বিষয়: হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির বিরুদ্ধে প্রতিবাদ ও সরকারের অবস্থানের নিন্দা

নারীপক্ষ বিশ্বাস করে সকল মানুষের ধর্ম ও বিশ্বাসের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে। আমরা চাই যে যার ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও দার্শনিক বিশ্বাসের উপর দাড়িয়ে নিরাপদে স্বাধীন দেশের নাগরিকের দায়িত্ব পালন করবে এবং মর্যাদার সাথে বেঁচে থাকতে পারবে। সব বিশ্বাসের মানুষ নিয়েই সমাজ ও দেশ। ধর্মীয় বিশ্বাসের কারণে কারো প্রতি অবিচার, বৈষম্যকরণ, অমর্যাদা প্রকাশ বা সহিসংসতার বিরুদ্ধে আমরা।

৬ এপ্রিল ২০১৩ হেফাজতে ইসলামের মাহাসমাবেশে দাবিকৃত বেশীর ভাগ দফা নারীর সকল নাগরিক অধিকার ও মানবিক অধিকারকে হেয় প্রতিপন্ন করেছে এবং দাবীসমূহ প্রত্যক্ষভাবে সংবিধানের সাথে সাংঘর্ষিক। উপরন্ত সরকারের ‘‘বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে’’ বক্তব্য দানে আমরা উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।

আমরা আশা করি, সরকার তার দুমুখো নীতি পরিহার করে সততা এবং দ্রুততার সাথে চলমান সকল পরিস্থিতিকে আয়ত্তে এনে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে।

রওশন আরা বেবী
আন্দোলন সম্পাদক


Pin It on Pinterest

Share This