স্মারক নং- না.প- ১১/২০১৬-২৫৫
২১ কার্তিক ১৪২৩/৫ নভেম্বর ২০১৬
প্রতিবাদ বিবৃতি
বিষয়: দেশব্যাপী মন্দির ও প্রতিমা ভাঙচুর, হিন্দুদের বাড়ি-ঘর পোড়ানো ও লুটপাটের ঘটনায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ, উদ্বিগ্ন এবং ব্যথিত
গত ৩০ অক্টোবর ২০১৬, ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে ১৫টির অধিক মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর এবং স্থানীয় হিন্দু বাসিন্দাদের অসংখ্য বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনার ৫ দিনের মাথায় গতকাল ৪ নভেম্বর ২০১৬, পুলিশি প্রহরার মধ্যেই পুনরায় সেখানে হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। একই দিন ঠাকুরগাঁও, যশোর, ফেনী, পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে একই রকম হামলার ঘটনা ঘটে। নারীপক্ষ এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ, উদ্বিগ্ন এবং ব্যথিত। নাসিরনগরের ঘটনার সাথে সরকারি দলের সম্পৃক্ততা আমাদের আরো বেশী উদ্বিগ্ন করেছে। ভূমি দস্যুদের দাপট, পুলিশ-প্রশাসনের মদত, এবং দেশে আইনের শাসনের অভাব ও বিচারহীনতা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তির জন্য দায়ী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই সকল ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করছি। সেইসাথে আরো দাবি করছি, অবিলম্বে প্রকৃত হামলাকারী, নির্দেশ দানকারী এবং মদত দাতাসহ দোষী প্রত্যেককে খুঁজে বের করে অতি দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার করা হোক।
বার্তা প্রেরক,
রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।