স্মারক নং- না.প- ১২/২০১৬- ২৮৫
২০ অগ্রহায়ণ ১৪২৩/৪ ডিসেম্বর ২০১৬
প্রতিবাদ বিবৃতি
বিষয়: যশোরে বোনকে উত্ত্যক্তকরণের প্রতিবাদকারী ভাইয়ের উপর নৃশংস হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা হোক
বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গতকাল ৩ ডিসেম্বর ২০১৬, দুপুরে যশোরের চৌগাছা উপজেলার স্থানীয় একটি বাজারে প্রকাশ্যে উত্ত্যক্তকারী জুয়েল ও তার সহকারী তিন যুবক (আলাউদ্দীন, আশা ও মিকাইল) মোঃ তুহিন ইসলাম এর উপর নৃশংস হামলা চালিয়ে চার হাত-পা থেতলে দিয়েছে। অভিযোগ উঠেছে, এই যুবকরা স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান এর অনুসারী এবং তার উপস্থিতিতেই ঘটনা ঘটেছে। পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করেনি। নারীপক্ষ পুলিশ-প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছে, অনতিবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা হোক।
দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেওয়া ও অধিকার সুরক্ষা করা সরকারের দায়িত্ব। অপরাধের বিচার নিশ্চিত সরকারকেই করতে হবে, তাই আমরা এই ঘটনাসহ নারীর উপর সংঘটিত প্রতিটি অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচার সমাপ্ত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাই। বিচারহীনতার অপসংস্কৃতি, পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব-কর্তব্যে অবহেলা, দুর্নীতি, উদাসীনতা, ক্ষমতার দাপট এবং দলীয় প্রভাব-প্রতিপত্তি, ইত্যাদির সুযোগ নিয়ে দোষীরা যাতে কোনভাবেই পার পেয়ে না যায় এবং এ ধরনের আর একটি ঘটনাও না ঘটে তার জন্য এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও সংশ্লিষ্ট সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
বার্তা প্রেরক,
রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।