স্মারক নং- না.প. ০৩/২০১৩- ৩২০
১৭ চৈত্র ১৪১৯/৩১ মার্চ ২০১৩
বিষয়: সরকারি ব্যবস্থাপনায় জর্ডানে পাঠানো গৃহপরিচারিকার উপর নির্যাতনের প্রতিবাদ
৩১/০৩/২০১৩ দৈনিক প্রথম আলো পত্রিকায় সরকারি ব্যবস্থাপনায় গৃহপরিচারিকার কাজে জর্ডানে পাঠানো একটি দলের নির্যাতনের শিকার হয়ে খালি হাতে দেশে ফেরার সংবাদটি আমাদের হতবাক ও ক্ষুব্ধ করেছে। এই দলের দুইজন জর্ডানে গৃহকর্তা কর্তৃক ধর্ষণ ও নানাবিধ অত্যাচারের শিকার হলে তাদের অন্যত্র নিয়োগ দেওয়া হয় এবং ২২ দিনের মধ্যে আরো দুইটি বাড়িতে এই ঘটনার পুনরাবৃত্তি হয়।
ধর্ষণ ও নির্যাতনের শিকার এবং অতিরিক্ত পরিশ্রমে অসহ্য হয়ে একজন আত্মহত্যা করার হুমকি দিলে তাদেরকে শূন্য হাতে দেশে ফেরত পাঠানো হয়। রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে প্রশিক্ষণ নিয়ে উক্ত নারীদ্বয় জর্ডান গিয়েছিলেন এবং আরো নারীরা বর্তমানে প্রশিক্ষণরত। আমরা জানতে চাই, এহেন ফৌজদারী অপরাধ সংঘটিত হওয়ার প্রেক্ষিতে সেখানকার বাংলাদেশ দূতাবাস, টিটিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে?
নির্যাতনের শিকার এই নারীদের আর্থিক ও আইনীসহ প্রয়োজনীয় সকল ধরনের সহায়তা প্রদান এবং অবিলম্বে ঘটনাসমূহের তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারসহ সংশ্লিষ্ট সকল মহলের কাছে জোর দাবি জানাচ্ছি। এই ধরনের আর একটি ঘটনাও যাতে না ঘটে সে বিষয়ে সকল প্রকার সতর্কতা ও ব্যবস্থা গ্রহণের জন্য সরকারী-বেসরকারী সংশ্লিষ্ট সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
রওশন আরা বেবী
আন্দোলন সম্পাদক