Select Page
২০১৬-০৭-৩১
রামপাল চুক্তি বাতিলের দাবিতে মিছিলকারীদের উপর পুলিশি হামলা এবং গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ

স্মারক নং- না.প- ০৭/২০১৬-১৭৬

১৬ শ্রাবণ ১৪২৩/৩১ জুলাই ২০১৬


প্রতিবাদ বিবৃতি

বিষয়: রামপাল চুক্তি বাতিলের দাবিতে মিছিলকারীদের উপর পুলিশি হামলা এবং গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ


গত ২৮ জুলাই ২০১৬, পরিবেশ বিধ্বংসী ‘রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চুক্তি’ বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশ হামলা চালিয়ে শতাধিক লোককে আহত এবং ঘটনাস্থল থেকে অন্তত ছয়জনকে গ্রেফতার করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সরকারের কোন সিদ্ধান্তে একমত না হতে পারলে দেশ ও জনগণের স্বার্থে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা, মত প্রকাশ বা প্রতিবাদ করার অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের আছে। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় সুন্দরবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উন্নয়নের নামে তাকে এভাবে ধ্বংস করা কোনভাবেই যুক্তিসঙ্গত নয়। তাই আমরা সরকারের কাছে ‘রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প’ চুক্তি অবিলম্বে বাতিল করার জোর দাবি জানাচ্ছি।

বার্তা প্রেরক

রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ

Pin It on Pinterest

Share This