Select Page
২০১৩-১২-৩১
রানা প্লাজার ধবংসাবশেষ থেকে দেহাবশেষ উদ্ধারের প্রেক্ষিতে পুনরায় অনুসন্ধানের দাবী

স্মারক নং: না.প. ১২/২০১৩-

১৭ পৌষ ১৪২০/৩১ ডিসেম্বর ২০১৩

রানা প্লাজার ধবংসাবশেষ থেকে দেহাবশেষ উদ্ধারের প্রেক্ষিতে পুনরায় অনুসন্ধানের দাব

 

গত ১৩, ২১, ২৪, ২৫ ডিসেম্বর ২০১৩ দৈনিক প্রথম আলো, কালের কণ্ঠসহ বিভিন্ন জাতীয় দৈনিক এবং ইলেকট্রনিক মিডিয়ায় রানা পলাজার ধ্বংসস্ত্তপ থেকে কংকাল/মাথার খুলি উদ্ধারের ধারাবাহিক সংবাদ ইতোমধ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। মর্মস্পর্শী এই সংবাদগুলো প্রকাশের পর রানা প্লাজার ধবংসস্ত্তপের আশেপাশে নিখোঁজ স্বজনদের ভীড় পুনরায় লক্ষ্য করা যাচ্ছে।

প্রসঙ্গত গত ২৪ এপ্রিল ২০১৩ সাভারের রানা প্লাজায় ৬ টি পোষাক কারখানায় ভয়াবহ বিপর্যয়ে প্রায় ১ হাজার ১৩৯ জন শ্রমিকের মৃত্যু ঘটে এবং প্রায় ২৫৫০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এতবড় ভবন ধ্বসের পর মাত্র ২০ দিন অনুসন্ধান চালিয়ে তা বন্ধ করে দেয়া হয় এবং সেনাবাহিনীর নের্তৃত্বে তড়িঘড়ি করে বুলডোজার দিয়ে পুরো ভবন গুড়িয়ে দেয়া হয়।

ধবংসস্ত্তপ থেকে কংকাল ও মাথার খুলি উদ্ধারের ঘটনার প্রেক্ষিতে পুনরায় অনুসন্ধানের উদ্যোগ নিতে আমরা ইতোমধ্যে (২২ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসকসহ সংশিস্নষ্ট সকলকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছি। সাভার এলাকার উদ্ধারকর্মীরাও একই দাবিতে গত ২৬ ডিসেম্বর সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছে।

এমতাবস্থায় আমরা উক্ত স্থানে পুনরায় অনুসন্ধান চালানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোর দাবি জানাচ্ছি।

ধন্যবাদসহ

তামান্না খান
প্রকল্প সমন্বয়কারী
সাভার ভবন ধ্বস বিপর্যয় পরবর্তী কর্মসূচি
নারীপক্ষ

 

Pin It on Pinterest

Share This