স্মারক নং- না.প. ১১/২০১৫-৩৩৩
১৫ অগ্রহায়ণ ১৪২২/২৯ নভেম্বর ২০১৫
১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে নিবন্ধন বিধানের নিন্দা ও প্রতিবাদ
সংবাদ মাধ্যমে প্রকাশ, আইন মন্ত্রণালয় ‘বাল্যবিবাহ নিরোধ আইন’ এর খসড়ায় ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে নিবন্ধনের ‘বিশেষ বিধান’ (যথা: ‘‘এই আইনের অন্যান্য বিধানে যাহাকিছুই থাকুক না কেন, কোন বিশেষ কারণ থাকিলে অথবা বিশেষ কারণের উদ্ভব হইলে পিতা, মাতা বা অভিভাবকের সম্মতি অথবা আদালতের অনুমতিক্রমে ১৬ (ষোল) বৎসর পূর্ণ করিয়াছেন এমন কোন নারীর সহিত ২১ (একুশ) বা তদূর্ধ বৎসরের অধিক বয়স্ক কোন পুরুষের বিবাহ সম্পাদিত হইলে উহা বাল্যবিবাহ বলিয়া গণ্য হইবে না’’) বহাল রেখেই খসড়াটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। দেশের নারী আন্দোলনসহ সকল মহলের মতামত, নিন্দা ও প্রতিবাদ অগ্রাহ্য করে সরকারের এই অদূরদর্শী উদ্যোগ এবং অশুভ পায়তারায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের প্রত্যাশা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই ধরনের পশ্চাৎপদ বিধান সম্বলিত আইন যেন অনুমোদন না হয় সে জন্য কার্যকর পদক্ষেপ নিবেন।
এই বিধান নারীর শারিরীক ও বুদ্ধিবৃত্তিক বিকাশকেই শুধু বাধাগ্রস্থ করবে না বরং তার শিক্ষা ও অর্থনৈতিক অধিকারকে খর্ব করবে, যা বৃহত্তর অর্থে নারী উন্নয়ন ও সমাজের জন্য হুমকিস্বরূপ। তাই, সরকারের এহেন উদ্যোগ এখনই বন্ধ করার জন্য আমরা সংশ্লিষ্ট সকল মহলের প্রতি তৎপর হতে আহ্বান জানচ্ছি।
বার্তা প্রেরক,
রীনা রায়
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ