Select Page
২০১৬-০৩-২৭
বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়েদের বিয়ের বয়সের ক্ষেত্রে “বিশেষ বিধান” রাখায় নারীপক্ষ সংক্ষুদ্ধ ও উদ্বিগ্ন

স্মারক নং:- না.প. ১১/২০১৬-২৭৬

১৩ অগ্রহায়ণ ১৪২৩/২৭ নভেম্বর ২০১৬


বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়েদের বিয়ের বয়সের ক্ষেত্রে “বিশেষ বিধান” রাখায় নারীপক্ষ সংক্ষুদ্ধ ও উদ্বিগ্ন


বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর রাখার জন্য নারী সংগঠনসমূহ সরকারের সাথে গত দুই বছর ধরে দেনদরবার করে আসছে। তথাপি, দেশের নারী আন্দোলনসহ সকল মহলের মতামত, প্রতিবাদ, আপত্তি, নিন্দা ও ক্ষোভ উপেক্ষা করে বিশেষ ক্ষেত্রে “সর্বোত্তম স্বার্থে’ আদালতের নির্দেশে এবং মা-বাবার সম্মতিতে যেকোন অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে হতে পারবে – এই বিধান রেখেই আইনের খসড়া অনুমোদন করা হয়েছে। সরকারের এই একগুয়েমী আচরণ ও তৎপরতায় নারীপক্ষ অত্যন্ত ক্ষুব্ধ ও উদ্বিগ্ন।

এহেন বিধান “বিয়েই নারীর প্রতিষ্ঠার মাধ্যম”- এই পশ্চাদপদ দৃষ্টিভঙ্গি ও রেওয়াজ এবং গত ৪০/৪৫ বছর ধরে নারী উন্নয়নের লক্ষ্যে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সকল উদ্যোগকে বিনষ্ট করবে। বিশেষ ক্ষেত্রে ‘অপ্রাপ্ত বয়স্ক নারী’ বিধান আইনসিদ্ধভাবেই বাল্যবিবাহ উৎসাহিত করবে এবং শত বছরের অনগ্রসর চর্চাকে পুনঃপ্রতিষ্ঠা করবে। বিধানটি ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) ২০০৩’ অনুযায়ী, ১৬ বছরের কম বয়সী নারীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করা অপরাধ – এই বিধানকেও অকার্যকর করবে।

তাই, নারীপক্ষ সরকারের এই আত্মঘাতী ও অদূরদর্শী উদ্যোগকে এখনই বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছে।

বার্তা প্রেরক,

রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This