Select Page
২০১৫-১০-২৫
তাজিয়া মিছিলের জমায়েতে বোমা হামলার ঘটনায় আমরা ক্ষুব্ধ, উদ্বিগ্ন এবং ব্যথিত

স্মারক নং- না.প- ১০/২০১৫- ২৮২

১০ কার্তিক ১৪২২/২৫ অক্টোবর ২০১৫


প্রতিবাদ বিবৃতি

বিষয়: তাজিয়া মিছিলের জমায়েতে বোমা হামলার ঘটনায় আমরা ক্ষুব্ধ, উদ্বিগ্ন এবং ব্যথিত


গত ২৩ অক্টোবর ২০১৫, মধ্য রাতে রাজধানীর হোসেনী দালানে শিয়া সম্প্রদায় আয়োজিত তাজিয়া মিছিলের জমায়েতে গ্রেনেড হামলায় হতাহতের ঘটনায় আমরা ক্ষুব্ধ, উদ্বিগ্ন এবং ব্যথিত। পুলিশ-প্রশাসনের অদক্ষতা, অবহেলা এবং দেশে আইনের শাসনের অভাব ও বিচারহীনতাই এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দায়িত্ব অবহেলাকারীদের বিচার দাবি করছি। সেইসাথে আরো দাবি করছি, অবিলম্বে এই ঘটনার জোর তদন্ত সাপেক্ষে প্রকৃত হামলাকারী, নির্দেশ দানকারী এবং মদতদাতাসহ দোষী প্রত্যেককে খুঁজে বের করে অতি দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার করা হোক।

বার্তা প্রেরক,

রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This