Select Page
২০১৩-১১-২৪
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর আক্রমণ ও মন্দির ভাঙচুরের প্রতিবাদ

স্মারক নং- না.প. ১১/২০১৩-৩৭৭

১০ অগ্রহায়ণ ১৪২০/২৪ নভেম্বর ২০১৩

বিবৃতি

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর আক্রমণ ও মন্দির ভাঙচুরের প্রতিবাদ

 

অতি সম্প্রতি পাবনার সাথিয়া, বরিশালের চরকাউয়া ও শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের- বিশেষতঃ হিন্দু সম্প্রদায়ের উপর সহিংস আক্রমণ ও মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্তরা অর্ধাহারে, অনাহারে, অনেক ক্ষেত্রে নিজ বাড়িঘর ছেড়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করতে বাধ্য হচ্ছে। এই নৈরাজ্যকর ও অমানবিক পরিস্থিতিতে নারীপক্ষ শঙ্কিত ও উদ্বিগ্ন এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আমরা দেখেছি, দেশের যে কোন সঙ্কটে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষতঃ হিনদু সম্প্রদায়ের উপর সহিংস আক্রমণ হয় এবং তাদের জান-মালের নিরাপত্তা থাকেনা। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সাম্প্রতিক রাজনৈতিক সঙ্কটকে পুঁজি করে এক শ্রেণির দুস্কৃতকারী একই ঘটনার পুনরাবৃত্তি করছে। এইসকল ঘটনায় ধর্মীয় সংখ্যালঘুদের জীবন বিপন্ন হচ্ছে, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটি তাদের অধিকারের চরম লঙ্ঘন, যা সমগ্র দেশ ও জাতির জন্য লজ্জার এবং সরকার তথা প্রশাসনের চরম ব্যর্থতা।

অনতিবিলম্বে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করে সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। সেই সাথে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকল পক্ষকে সচেষ্ট থাকার আহবান জানাচ্ছি।

বার্তা প্রেরক


ফিরদৌস আজীম
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।

 

Pin It on Pinterest

Share This