Select Page
২০১৮-০৫-২৩
প্রতিবাদ বিবৃতি-মাদক নিয়ন্ত্রণ অভিযানে নির্বিচারে মানুষ হত্যা গ্রহণযোগ্য নয়

স্মারক নং- না.প- ০৫/২০১৮- ১০৬

৯ জ্যৈষ্ঠ ১৪২৫/২৩ মে ২০১৮

প্রতিবাদ বিবৃতি

মাদক নিয়ন্ত্রণ অভিযানে নির্বিচারে মানুষ হত্যা গ্রহণযোগ্য নয়

মাদকবিরোধী অভিযানকে সাধুবাদ জানাই কিন্তু একের পর এক মানুষ হত্যায় নারীপক্ষ উদ্বিগ্ন। গত কয়েক দিনের অভিযানে এ পর্যন্ত প্রায় ৪০ জনকে হত্যা করা হয়েছে। আমরা মনে করি, কিছু সংখ্যক মানুষকে হত্যা করে দেশ ও জাতি বিধ্বংসী এই মাদকের আগ্রাসন প্রতিহত করা যাবে না। মাদক উৎপাদন, আমদানী, ক্রয়-বিক্রয়, সেবন ও ব্যবহার এবং এর সাথে যুক্ত আশ্রয়-প্রশ্রয় দানকারী প্রত্যেককে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে প্রতিটি নাগরিকের অধিকার এবং মানবাধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। নারীপক্ষ’র দাবি, তথাকথিত বন্দুকযুদ্ধে হত্যা নয়, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করুন। মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ নিন।

তামান্না খান
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ

 

Pin It on Pinterest

Share This