Select Page
২০১৫-০৪-১৫
পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীকে ”যৌন আক্রমণ” এর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিস্ক্রিয়তার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবি

স্মারক নং- না.প- ০৪/২০১৫-১০২

২ বৈশাখ ১৪২২১৫এপ্রিল ২০১৫


প্রতিবাদ বিবৃতি


বিষয়: পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীকে যৌন আক্রমণ এর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিস্ক্রিয়তার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবি

১ বৈশাখ ১৪২২/১৪ এপ্রিল ২০১৫, বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকায় কয়েকজন নারীকে কতিপয় দুষ্কৃতিকারী যৌন আক্রমণ করে। এসময় দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলের কাছে উপস্থিত থাকা সত্ত্বেও নিষ্ক্রিয় থাকে।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনতিবিলম্বে দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি করছি। সেইসাথে দায়িত্বে অবহেলার জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে সে বিষয়ক প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার দাবি করছি। দোষীরা যাতে কোনভাবেই পার পেয়ে না যায় এবং এ ধরনের আর একটি ঘটনাও না ঘটে তার জন্য এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও সংশ্লিষ্ট সকল মহলের প্রতি জোর দাবি জানাই।

বার্তা প্রেরক

ফিরদৌস আজীম
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ

Pin It on Pinterest

Share This