Select Page
২০১৫-১০-১৪
কালিয়াকৈরে স্কুলছাত্রী হত্যার ঘটনায় আমরা ক্ষুব

স্মারক নং- না.প- ১০/২০১৫- ২৭৮

২৯আশ্বিন ১৪২২১৪ অক্টোবর ২০১৫


বিষয়: কালিয়াকৈরে স্কুলছাত্রী হত্যার ঘটনায় আমরা ক্ষুব্ধ

গতকাল ১৩ অক্টোবর ২০১৫, গাজীপুরের কালিয়াকৈরে স্কুলছাত্রী কবিতা মণি দাসকে তার স্কুল গেটে ছুরিকাঘাতে হত্যা করে স্থানীয় যুবক বিক্রম চন্দ্র সরকার। যুবকটি অনেকদিন ধরেই কবিতাকে উত্যক্ত করে আসছিল এবং এলাকায় সে বখাটে হিসেবেই পরিচিত।

এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশে বিরাজমান বিচারহীনতা, দায়িত্ব-কর্তব্যে অবহেলা, উদাসীনতা এবং সর্বোপরি নারীকে সদা-সর্বদা ভোগ্যবস্তু ভাবার কারণেই একের পর এক এ ধরনের ঘটনা ঘটে চলেছে। তার ওপরে রয়েছে দেশে আইনের শাসনের প্রচন্ড দুর্বলতা ও অভাব। গ্রেফতারকৃত বিক্রম যাতে ক্ষমতাধরদের প্রভাব-প্রতিপত্তি, প্রশাসনের দুর্বলতা-অবহেলা, পক্ষপাতিত্ব বা আইনের ফাঁকফোকর গলে কোনভাবেই বেরিয়ে যেতে না পারে সেইদিকে সতর্ক থাকতে সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি আমাদের আহ্বান। আমরা দ্রুত এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচার সমাপ্ত করার দাবি জানাই। আমরা আশা করি, নারীর প্রতি হত্যা-ধর্ষণ-নির্যাতন প্রতিরোধে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ দায়িত্ব পালন করবে। সেইসাথে আমাদের দাবি, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার সর্বাধিক মনোযোগ দেবেন।

বার্তা প্রেরক,

রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This