স্মারক নং- না.প. ০৫/২০১৫-১৪২
৩০ বৈশাখ ১৪২১/১৩ মে ২০১৫
প্রতিবাদ বিবৃতি
বিষয়: অনন্ত বিজয় দাশ এর হত্যাকান্ডের বিচার দাবি
গতকাল ১২ মে ২০১৫, সিলেটে প্রগতিশীল লেখক-সাংবাদিক ও ‘গণজাগরণ মঞ্চ‘ এর সংগঠক বস্নগার অনমত্ম বিজয় দাশকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। বিগত কয়েক বছরে একইভাবে অধ্যাপক লেখক হুমায়ুন আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম, বস্নগার রাজীব, ‘মুক্তমনা‘ ব্লগের প্রতিষ্ঠাতা সম্পাদক অভিজিত রায়, ব্লগার ওয়াশিউর রহমানসহ আরো কয়েকজনকে হত্যা করা হয়েছে। এর কোনটিরই বিচার হয়নি, দোষীরা শাসিত্ম পায়নি। সরকারের উদাসীনতা, দায়িত্ব-কর্তব্যহীনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার অভাব ও নীরব দর্শক হয়ে থাকার সুযোগে হত্যাকারীরা দিনে দিনে বেপরোয়া হয়ে উঠেছে এবং নির্বিঘ্নে একের পর এক হত্যাকান্ড ঘটিয়ে চলেছে। আমরা এতে ভীষণভাবে মর্মাহত ও বিক্ষুব্ধ এবং আশঙ্কিত। এখনই এর প্রতিকার না হলে এই ধরণের হত্যাকান্ড ঘটতেই থাকবে। আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, সকল পক্ষপাতিত্বের উর্ধ্বে উঠে কোন রকম দুর্বলতা পোষণ না করে অনতিবিলম্বে এই সকল হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্তের মাধমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করা হোক।
বার্তা প্রেরক
ফিরদৌস আজীম
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ