Select Page
২০১৫-০৪-১৩
চাঁপা হত্যার সাজাপ্রাপ্ত আসামীর সাজা মওকুফের আবেদনে আইন মন্ত্রণালয়ের সম্মতি- নারীপক্ষ এর তীব্র প্রতিবাদ

স্মারক নং :  না.প ০৪/২০১৫-১০০

৩০ চৈত্র ১৪২১/১৩ এপ্রিল ২০১৫

বরাবর
আনিসুল হক
মাননীয় আইনমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিষয়ঃ চাঁপা হত্যার সাজাপ্রাপ্ত আসামীর সাজা মওকুফের আবেদনে আইন মন্ত্রণালয়ের সম্মতি- নারীপক্ষ এর তীব্র প্রতিবাদ

মহোদয়,
অদ্য ৩০ চৈত্র ১৪২১/১৩ এপ্রিল ২০১৫ তারিখের প্রথম আলো সংবাদপত্র সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, বরিশালের আলোচিত ফৌজিয়া রহমান ওরফে চাঁপা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জহুরু আলম কামালের সাজা মাফের আবেদনে আইন মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। আইন মন্ত্রণালয় তথা সরকার একজন সাজাপ্রাপ্ত আসামীর সাজা মওকুফের পক্ষে এ অবস্থান শুধুমাত্র নারীর প্রতি সহিংসতাকে উৎসাহিত করবে না সেই সাথে এ ধরনের পদক্ষেপ আইনের শাসনের প্রতি হুমকী স্বরূপ। নারীপক্ষ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমাদের দাবী সরকার এরূপ পদক্ষেপ থেকে বিরত থাকবে।

ধন্যবাদ

ফিরদৌস আজীম
আন্দোলন সম্পাদক

Pin It on Pinterest

Share This