স্মারক নং- না.প- ১০/২০১৫-২৭৬
২৮ আশ্বিন ১৪২২/ ১৩ অক্টোবর ২০১৫
বিষয়: ’৭১ এর বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশে ধন্যবাদ জ্ঞাপন
গত ২৯ সেপ্টেম্বর ২০১৫, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৭১ এর মুক্তিযুদ্ধে ৪১ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে। এজন্য আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। সেইসাথে আমাদের বিশেষ অনুরোধ, সরকারের পর্যায়ক্রমে ’৭১ এর সকল বীরাঙ্গনাকে তালিকাভুক্তির সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করবেন, যাতে তাঁরা সামাজিক, মানসিক ও অর্থনৈতিক সন্তুষ্টি পান।
নারীপক্ষ বিশ্বাস করে, ’৭১ এর মুক্তিযুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার নারীদের যদি ‘বীরাঙ্গনা’ হিসেবেই সম্মান ও মর্যাদা এবং মুক্তিযোদ্ধার সম-পরিমান ভাতা দেওয়া হয় তাহলে তা সমাজে ইতিবাচক প্রভাব রাখবে। সমাজে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার নারীর প্রতি বিরাজমান নেতিবাচক দৃষ্টিভঙ্গীর পরিবর্তনে একটি কার্যকর পরিবেশ সৃষ্টির সুযোগ তৈরি হবে বলেও আমরা মনে করি।
বার্তা প্রেরক,
রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।