স্মারক নং- না.প- ০৩/২০১৮- ৬১
২৮ ফাল্গুন ১৪২৪/১২ মার্চ ২০১৮
প্রতিবাদ বিবৃতি – সাত মার্চের মিছিলকারী দ্বারা তরুণীদের যৌন আক্রমণের প্রতিবাদ
গত ৭ মার্চ ২০১৮, সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যোগ দিতে আসা মিছিলকারী দ্বারা রাজধানীর বাংলামটরসহ বিভিন্ন এলাকায় কয়েকজন তরুণী যৌন আক্রমণের শিকার হন। অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী জোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ঘটনার ছয়দিন অতিক্রান্ত হওয়ার পরেও এই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছেন। যৌন হয়রানির এহেন ঘটনা এবং সরকারের গাফিলতিতে আমরা ভীষণভাবে ক্ষুব্ধ।
ইতিপূর্বে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এই ঘটনায় তাঁর দলের দায় প্রত্যাখ্যাণ করেছেন। আমরা হয়তো কিছুটা আশ্বস্ত হতাম, যদি তিনি তাঁর দলের এই অপরাধীদের চিহ্নিত করে দলীয় শৃঙ্খলাবিধির আওতায় আনার আশ্বাস দিতেন।
আমাদের প্রত্যাশা, সরকার দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে অপরাধীদের খুঁজে বের করবেন এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।
বার্তা প্রেরক
তামান্না খান
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ