স্মারক নং- না.প- ০৯/২০১৬-১৯৯
২৭ ভাদ্র ১৪২৩/১১ সেপ্টেম্বর ২০১৬
প্রতিবাদ বিবৃতি
বিষয়: কলসিন্দুর এর কৃতী কিশোরী ফুটবলারদের অপমানের প্রতিবাদ
ফুটবলে বাংলাদেশকে এশিয়ার সেরা আট দলের মধ্যে উন্নীত করা ময়মনসিংহের কলসিন্দুর এর কৃতী কিশোরী ফুটবলারদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক দায়িত্বজ্ঞানহীনভাবে কোন রকম নিরাপত্তার ব্যবস্থা না করে ঢাকা থেকে লোকাল বাসে বাড়ি পাঠানোর জের ধরে যাত্রাপথে তাদের নানারকম হেনস্তার শিকার হতে হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে বাফুফে কর্তৃপক্ষের এহেন গাফিলতির দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকার কি পদক্ষেপ গ্রহণ করলো তা জনসমক্ষে সাংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবার দাবি করছি। রাস্তা-ঘাটে ও যানবাহনে নারীদের প্রতি পুরুষদের অশোভন আচরণ বন্ধ করতে সরকার কর্তৃক বিশেষ প্রচার প্রয়োজন।
এলাকায় ফিরে এই কিশোরীরা এবং তাদের অভিভাবকরা বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক দ্বারা অপমান এবং হুমকি-ধমকির শিকার হয়েছে বলে পত্রিকান্তরে প্রকাশ। অথচ এই কিশোরীদের দক্ষ খেলোয়ার হিসেবে তৈরি করার ক্ষেত্রে এই ক্রিড়া শিক্ষকেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। সুতরাং এই অভিযোগের সুষ্ঠ তদন্ত প্রয়োজন।
আজকের দুনিয়ায় মেয়েরা যেখানে সর্বত্র সফলতার স্বাক্ষর রেখে এগিয়ে চলেছে সেখানে এই কিশোরীদের প্রতি বাফুফের এহেন দায়িত্বহীনতা এবং তৎপরবর্তী ঘটনা ক্রিড়া জগতে বাংলাদেশের মেয়েদের সম্ভাবনার প্রতি হুমকিস্বরূপ। এ রকম আর কোন ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য বাফুফে এবং সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষসহ প্রত্যেককে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।
বার্তা প্রেরক
রীনা রায়
আন্দোলন সম্পাদক