স্মারক নং- না.প- ১২/২০১৬-২৮৪
২০ অগ্রহায়ণ ১৪২৩/৪ ডিসেম্বর ২০১৬
প্রতিবাদ বিবৃতি
বিষয়: দিনাজপুরের বোচাগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি পোড়ানোর ঘটনায় নারীপক্ষ সংক্ষুব্ধ, উদ্বিগ্ন এবং মর্মাহত
আবারও পুড়িয়ে দেওয়া হয়েছে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি। ২ ডিসেম্বর ২০১৬, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জে গভীর রাতে হিন্দু সম্প্রদায়ের ১০টি পরিবারের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় আমরা সংক্ষুব্ধ, উদ্বিগ্ন এবং মর্মাহত। নারীপক্ষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং স্থানীয় জনতা কর্তৃক ধৃত সন্দেহভাজন যুবককে অনতিবিলম্বে বিচারের সম্মুখীন করার দাবি করছে।
ক্ষমতার দ্বন্দ্ব ও রাজনৈতিক প্রতিহিংসা, ভূমি দস্যুদের দাপট, পুলিশ-প্রশাসনের মদত এবং দেশে আইনের শাসনের অভাব ও বিচারহীনতার কারণে দেশে একের পর এক এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। নারী-পুরুষ, ধর্ম-বর্ণ-গোত্র, নির্বিশেষে বভিন্নি জনগোষ্ঠীর প্রতিটি মানুষ তার নিজ দেশে নিরাপদে, নির্বিঘেœ ও স্বাধীনভাবে বসবাস করবে, এটি তার মৌলিক অধিকার। সকল নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের; তাই সরকারের কাছে আমাদের দাবি, ধর্মীয়, জাতিগত এবং অন্যান্য সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তাসহ সকল অধিকার সুরক্ষা করতে এখনই প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। তাছাড়া, এই সমস্যার একটি রাজনৈতিক সমাধান হওয়া জরুরী। আমরা আশাকরি, দল-মত নির্বিশেষে প্রতিটি রাজনৈতিক দল এ বিষয়ে উদ্যোগী হবে।
বার্তা প্রেরক,
রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।