Select Page
২০১৭-০৮-০২
বগুড়ায় ছাত্রী ধর্ষণ ও মা-মেয়ের মাথা ন্যাড়া করে নির্যাতনের মামলার কার্যকর তদন্ত এবং বিচারের দাব

স্মারক নং- না.প- ০৮/২০১৭-১০৮

১৮ শ্রাবণ ১৪২৪/০২ আগষ্ট ২০১৭


বগুড়ায় ছাত্রী ধর্ষণ ও মা-মেয়ের মাথা ন্যাড়া করে নির্যাতনের মামলার কার্যকর তদন্ত এবং বিচারের দাবি


গত ২৮ জুলাই ২০১৭ বগুড়ায় বাড়ি থেকে তুলে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণ ও মামলা ধামাচাপা দিতে দলীয় কর্মী ও নারী কাউন্সিলরকে ধর্ষণের শিকার মেয়েটির পিছনে লেলিয়ে দেয় জেলার শহর শ্রমিক লীগের আহবায়ক তুফান সরকার। মেয়েটিকে ও তার মাকে চার ঘন্টা ব্যাপী নির্যাতনের পর মাথার চুল কেটে দিয়ে শহর ছেড়ে চলে যাবার নির্দেশ দেয়। এ ঘটনায় দেশবাসী হতবাক ও শংকিত। ধৃত অভিযুক্ত যাতে দলীয় পক্ষপাতিত্ব, ক্ষমতাধরদের প্রভাব-প্রতিপত্তি, প্রশাসনের দূর্বলতা-অবহেলা বা আইনের ফাঁকফোকর গলে কোনভাবেই বেরিয়ে যেতে না পারে সেই দিকে সতর্ক থাকতে সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি আমরা আহবান জানাই।

দেশে বিরাজমান বিচারহীনতার অপসংস্কৃতি, পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব-কর্তব্যে অবহেলা, অনীহা, উদাসীনতা ও জবাবদিহিতার অভাব, সীমাহীন দুর্নীতি ও অনিয়ম এবং প্রভাবশালীদের অর্থবিত্ত ও ক্ষমতার দাপট, রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি, দলীয় পক্ষপাতিত্ব ইত্যাদির সুযোগে একের পর এক এ ধরনের ঘটনা ঘটে চলায় নারীপক্ষ অত্যন্ত ক্ষুব্ধ ও ক্রুদ্ধ। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেওয়া ও অধিকার রক্ষা সরকারের দায়িত্ব। নারীপক্ষ’র দাবি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার সর্বাধিক মনোযোগ দেবেন, সেই সাথে এ ধরনের আর একটিও যাতে না ঘটে তার জন্য অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন। আমরা সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানাই।

বার্তা প্রেরক

রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This