Select Page
২০১৫-১১-০১
আবারো ব্লগার হত্যা, রেহাই পাচ্ছে না প্রকাশকরাও! আমরা স্তম্ভিত, ক্ষুব্ধ ও মর্মাহত

স্মারক নং- না.প- ১১/২০১৫-৩০৪

১৭ কার্তিক ১৪২২/০১ নভেম্বর ২০১৫


প্রতিবাদ বিবৃতি

বিষয়: আবারো ব্লগার হত্যা, রেহাই পাচ্ছে না প্রকাশকরাও! আমরা স্তম্ভিত, ক্ষুব্ধ ও মর্মাহত


গতকাল রাজধানীর শাহাবাগে লেখক-প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা এবং লালমাটিয়ায় আরো এক লেখক-প্রকাশক আহমেদুর রশিদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করা হয়। এই নৃসংশতায় আমরা স্তম্ভিত, মর্মাহত এবং ক্ষুব্ধ। জন-নিরাপত্তা বিধান ও বিচার নিশ্চিত করতে সরকার এবং পুলিশ-প্রশাসন চরমভাবে ব্যর্থ। এভাবে একের পর এক মুক্তমনা লেখক-প্রকাশককে হত্যা বা হত্যার চেষ্টা চলছে, অথচ সরকার ও পুলিশ-প্রশাসন কেবল কথার ফুলঝুরি আর অকার্যকর আশ্বাস দিয়ে যাচ্ছে!

গত আড়াই বছরে অন্তত দশজন ব্লগারকে একই কায়দায় হত্যা করা হয়েছে, হামলা হয়েছে অনেকের ওপর। ২০১৫ সালেই হত্যা করা হয়েছে চারজন ব্লগারকে। আজ অবধি এর কোনটিরই কার্যকর তদন্ত হয়নি, বিচার হয়নি। ঘটনা প্রতিরোধে কার্যকর কোন উদ্যোগও নেয়নি সরকার। উপরন্তু স্বরাষ্ট্র মন্ত্রীসহ সরকারের একাধিক দায়িত্বশীল মন্ত্রী ও সংসদসদস্য ব্লগারদেরকে তাদের স্বাধীন মতামত প্রকাশ বা লেখা থেকে বিরত থাকতে বলছেন, যা পক্ষান্তরে হামলাকারীদেরকেই উৎসাহিত করছে। কুচক্রী রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়, সরকারের অনীহা, দায়িত্বহীনতা, ব্যর্থতা, অযোগ্যতা, সর্বোপরি দেশে আইনের শাসনের অভাব ও বিচারহীনতাই এইসকল ঘটনা ঘটার সুযোগ করে দিচ্ছে। আমরা নিহত ফয়সল আরেফিন দীপনের বাবা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট লেখক আবুল কাসেম ফজলুল হক এর বক্তব্যের সাথে সুর মিলিয়ে বলতে চাই, সরকার এবং রাজনৈতিক দলগুলোর শুভবুদ্ধি জাগ্রত হোক।

বার্তা প্রেরক,

রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This