স্মারক নং- না.প. ০৩/২০১৯- ৩৭০
২৬ চৈত্র ১৪২৫/ ৯ এপ্রিল ২০১৯
প্রতিবাদ বিবৃতি
সুনামগঞ্জে বীরাঙ্গনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধীর স্বজনদের অপতৎপরতায় নারীপক্ষ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ
২৫ চৈত্র ১৪২৫/৮ এপ্রিল ২০১৯ পত্রিকান্তরে প্রকাশ, সুনামগঞ্জের শাল্লা ও দিরাই উপজেলার ৬ জন বীরাঙ্গনার বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের আত্মীয় স্বজন মিছিল ও সমাবেশ করে তাঁদের এলাকা ছাড়ার হুমকি দিয়েছে। উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এই নারীদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। মিছিলের আগে শ্যামারচর হাইস্কুলে এক বৈঠকে বীরাঙ্গনাদের অসম্মান ও মানহানিকর বক্তব্য দেয়। এ ঘটনায় বীরাঙ্গনাসহ তাঁদের পরিবার ও স্বজনেরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় আছেন জানিয়ে একজন বীরাঙ্গনা শালনা থানায় সাধারণ ডায়রী করেছেন।
নারীপক্ষ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অনতিবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং এই নারী ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে। সেইসাথে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। আমরা সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানাই।
ধন্যবাদসহ,
আফসানা চৌধুরী
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ।