স্মারক নং- না.প- ১০/২০১৮- ২৪২
২১৩ কার্তিক ১৪২৫/ ২৮ অক্টোবর ২০১৮
প্রতিবাদ বিবৃতি
সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে হামলা, ভাঙচুর, লুট ও নারী শিক্ষার্থীদের উপর আক্রমণের ঘটনায় নারীপক্ষ অত্যন্ত ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন
সাভারের আশুলিয়ায় মির্জানগর এলাকায় গত শুক্রবার, ১১ কার্তিক ১৪২৫/২৬ অক্টোবর ২০১৮ সন্ত্রাসীরা বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ এর পিএইচএ ভবনে ভাঙচুর ও লুটপাটের পর গণস্বাস্থ্য কেন্দ্রস্থ গণ বিশ্ববিদ্যালয়ের ৩টি ছাত্রী হোস্টেলে এবং গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে হামলা ও ভাঙচুর করে। ছাত্রী হলের ভিতরে ঢুকে ছাত্রীদের গলাধাক্কা দিয়ে, চুলের মুঠি ধরে, অকথ্য ভাষায় গালিগালাজসহ অশোভন আচরণ করে হল থেকে বের করে দেয়। নারীপক্ষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং এই হামলার পর অভিযোগ গ্রহণে থানা প্রশাসনের নিস্ক্রিয় ভূমিকারও কঠোর নিন্দা করছে।
উল্লেখ্য, ১৯৭১ এর রণাঙ্গনে যুদ্ধাহতদের চিকিৎসার্থে গড়ে তোলা হয়েছিল বাংলাদেশ ফিল্ড হাসপাতাল, যার ধারাবাহিকতা বহন করে ‘গণস্বাস্থ্য কেন্দ্র’। ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ স্বল্প আয়ের মানুষের একটি বিশ্বস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। এটি জনগণের প্রতিষ্ঠান, কাজেই রাষ্ট্রের দায়দায়িত্ব উক্ত প্রতিষ্ঠানে হামলার সাথে জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনা এবং যাবতীয় ক্ষতিপূরণ দেয়া।
নারীপক্ষ জোর দাবি জানাচ্ছে, ভবিষ্যতে এই ধরনের সন্ত্রাসসহ সবধরনের সন্ত্রাস বন্ধে সরকার ও প্রশাসন সর্বাধিক গুরুত্ব দিবেন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
বার্তা প্রেরক,
ফরিদা ইয়াছমিন
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।