Select Page
২০২৪-১০-৩০
সরকারি কলেজে ভর্তি ফিস নিয়ে ধর্মভিত্তিক বিভাজন ও বৈষম্য বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নিন

১২ কার্তিক ১৪৩১/২৮ অক্টোবর ২০২৪

২০২৩ – ২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ও স্নাতক পাস শ্রেণিতে ১ম বর্ষে ভর্তির জন্য কানাইঘাট সরকারি কলেজ,
সিলেট এর ২টি নোটিশ যথাক্রমে ৬.১০.২০২৪ ও ২১.১০.২০২৪) নারীপক্ষ’র হাতে এসেছে, যেখানে প্রথম
নোটিশে স্নাতক সম্মান শ্রেণিতে মুসলিম শিক্ষার্থীদের জন্য ৫,০৩০/- এবং সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য
৫,১০০/- টাকা এবং ২য় নোটিশে স্নাতক পাস মুসলিম শিক্ষার্থীদের জন্য ২,৯১৫/- এবং সনাতন ধর্মাবলম্বী
শিক্ষার্থীদের জন্য ৩,০৮০/- টাকা করে ভর্তি ফি এর উল্লেখ আছে। কলেজ কর্তৃপক্ষের সাথে নারীপক্ষ সরাসরি
ফোনে কথা বলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছে।
অপরদিকে, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ একই শিক্ষাবর্ষে তাদের ২৩.১০.২০২৪ এর সংশোধিত ভর্তি
বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে যে, বিএ, বিএসএস বিবিএস মুসলিম ৩,০৮৪/-, নন মুসলিম ৩,০৩৪/- এবং বিএসসি
মুসলিম ৩,২৩৪/- ও নন মুসলিম ৩,১৫৪/- টাকা করে ভর্তি ফি দিতে হবে।
উপরোক্ত তথ্যাবলী স্পষ্টতই প্রমাণ করে যে, এই দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ধর্মভিত্তিক বৈষম্য
বিদ্যমান। দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য এই মুহূর্তে নারীপক্ষ’র হাতে নেই, তবে আশঙ্কা যে এই
ধরনের বৈষম্য হয়তো আরো অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেও থাকতে পারে।
নারীপক্ষ বরাবরই নারী-পুরুষের বৈষম্যসহ যেকোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়। বর্তমান অন্তর্বর্তী
সরকারের শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের কাছে নারীপক্ষ’র দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে উল্লেখিত বৈষম্য বন্ধে
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এখনই কার্যকর পদক্ষেপ নিন।
উল্লেখ্য, এ বিষয়ে নারীপক্ষ ইতোমধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে উল্লেখিত নোটিশগুলোসহ চিঠি দিয়েছে,
যার অনুলিপি দেয়া হয়েছে উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়; অধ্যক্ষ, কানাইঘাট সরকারি কলেজ এবং অধ্যক্ষ, বৃন্দাবন
সরকারি কলেজকে।

বার্তা প্রেরক,

সাফিয়া আজীম
আন্দোলন সম্পাদক

Pin It on Pinterest

Share This