Select Page
২০২৪-০৮-০৫
রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় নারীপক্ষ’র প্রতিবাদ ও প্রতিরোধের আহবান

২১ শ্রাবণ ১৪৩১/৫ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র জনতার একদফা দাবীর আন্দোলনের ফলে সরকারের পতন ঘটেছে। এই বিজয়কে উদযাপনের নামে সারা দেশব্যাপী যে জ্বালাও পোড়াও, ভাংচুর, লুটপাট চলছে, বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদের লুটপাট ও ধ্বংস, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দির দোকান পাটে অগ্নিসংযোগ, লুটপাট এমনকি হত্যার মতো ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও শঙ্কিত।

নারীপক্ষ অনতিবিলম্বে ধর্মীয় সংখ্যালঘুসহ দেশের প্রতিটি নাগরিকের জান-মালের নিরাপত্তা বিধানে জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য দায়িত্বরত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি দাবি জানাচ্ছে।

সেইসাথে সংশ্লিষ্ট এলাকার সচেতন জনগনকে আহবান জানাচ্ছে এই ধরণের ঘটনা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। পরিস্থিতির শিকার এইসব অসহায় মানুষের পাশে থেকে তাদের মনোবল শক্ত রাখুন ও প্রতিরোধে সাহস যোগান।

উক্ত প্রতিবাদ বিবৃতি আপনার বহুল প্রচারিত পত্রিকা প্রকাশের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

পূর্বের ন্যায় এবারও আপনার সহযোগিতা কামনা করছি।

বার্তা প্রেরক,

সাফিয়া আজীম
আন্দোলন সম্পাদক

Pin It on Pinterest

Share This