Select Page
২০১৯-০২-০২
মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী তৈরি পোশাক শ্রমিক ছাঁটাইয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে নারীপক্ষ

স্মারক নং- না.প. ০২/২০১৯- ২৯৩

২০ মাঘ ১৪২৫/২ ফেব্রুয়ারি ২০১৯


প্রতিবাদ বিবৃতি

মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী তৈরি পোশাক শ্রমিক ছাঁটাইয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে নারীপক্ষ


সম্প্রতি ঢাকা, সাভার ও গাজীপুরে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা তাদের সকল গ্রেডে সমানহারে মজুরী বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধ ও শ্রমিক ছাঁটাই, নির্যাতন বন্ধের দাবিতে আন্দোলন করে। তারা তাদের এই দাবি আদায়ের জন্য সভা-সমাবেশ, মিছিল ও ধর্মঘট করতে বাধ্য হয় কিন্তু আন্দোলন ভেস্তে দিতে যথারীতি এই শ্রমিকদের উপর নেমে আসে পুলিশী হামলা, মামলা, গ্রেফতার ও নির্যাতন। এমনকি সাভারে একজন শ্রমিক নিহত হয়। এখানেই ঘটনার সমাপ্তি হয়নি, চলছে অবাধ শ্রমিক ছাঁটাই। গত কয়েকদিনে বিভিন্ন কারখানার পাঁচ হাজারের অধিক শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। আরও শ্রমিক ছাঁটাই এবং কোন কোন কারখানা বন্ধেরও আশঙ্কা করছেন শ্রমিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার হিসেবে ৩৭ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের সমাবেশের স্বাধীনতা এবং ৩৮ অনুচ্ছেদে সংগঠনের স্বাধীনতার কথা বলা আছে। এখানে শ্রমিকের এই সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।

নারীপক্ষ তৈরি পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের এই নির্বিচার ছাঁটাইয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ছাঁটাইকৃত সকল শ্রমিককে অনতিবিলম্বে কাজে বহাল করা এবং আর যাতে কোন শ্রমিককে ছাঁটাই করা না হয় এরজন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে নারীপক্ষ বিজিএমইএ, সরকার ও সংশ্লিষ্ট সকল মহলের কাছে জোর দাবি করছে। শ্রমিকের উপর সকল প্রকার দমন-পীড়ন বন্ধ করে প্রকৃত শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা সাপেক্ষে সমস্যা সমাধানেরও দাবি জানাচ্ছে নারীপক্ষ।

ফরিদা ইয়াছমিন
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This