Select Page
২০২০-০৭-১০
ভয়াবহ করোনায়ও ধষর্কের ভয়াল থাবা

স্মারক নং না.প-০৭/২০২০-২০৫

২৬ আষাঢ় ১৪২৭/১০ জুলাই ২০২০

ভয়াবহ করোনায়ও ধষর্কের ভয়াল থাবা

সমগ্র বিশ্বের সাথে বাংলাদেশও আজ কোভিড -১৯ এর কড়াল গ্রাসে দিশেহারা। কিন্তু এ মহা দুর্যোগেও দেশে ধর্ষণ, নির্যাতন সহ নারীর উপর সবধরনের সহিংসতা ঘটে চলেছে। নারীপক্ষ ৩৭ বছর ধরে চিৎকার করে বলে আসছে নারী ঘরে, বাইরে, রাস্তা, ঘাটে, অফিসে, আদালতে কোথাও নিরাপদ নয়। দাবী করে আসছে নারীর সুরক্ষা। কিন্তু চারিপাশে যা ঘটছে তাতে নারীপক্ষ বিরক্ত, রাগান্বিত এবং ক্ষিপ্ত।

৯ জুলাই, ২০২০ কালের কন্ঠ অনলাইনে প্রকাশ, মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাট থেকে এক নারী যাত্রীকে দ্রুত শিমূলিয়া ঘাটে পৌঁছে দেয়ার কথা বলে চার বখাটে যুবক ফুসলিয়ে ফেরী থেকে স্পিডবোটে উঠিয়ে পদ্মা নদীর চরে নিয়ে দলবেঁধে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কাঁঠালবাড়ি ঘাট থেকে স্পিডবোটের চালক ও ধর্ষক তিন যুবককে আটক করা হয়েছে।

দেশে এই মুহূর্তে মাঠ পর্যায়ে পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের বিভিন্ন রকম ব্যপক কর্মতৎপরতা রয়েছে অথচ নিত্যদিনের ঘটনাবলী দেখে এদের কোন উপস্থিতি আছে বলে প্রতীয়মান হয় না। নারীপক্ষ মনে করে অনতিবিলম্বে সকল বাহিনীর সমন্বয়ে ইউনিয়ন পর্যায়ে একটি সুরক্ষা কমিটি গঠন করে নজরদারি বৃদ্ধি ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে নারীর উপর সহিংসতা প্রতিরোধ করা সম্ভব হবে। এবং বাস্তবতার নিরীখে দেশব্যপি এধরনের পদক্ষেপ গ্রহন করা সম্ভব।

করোনা ও করোনাকে ঘিরে যেসকল অপকর্ম ও দুর্নীতি চলছে তা দেশকে আরও বিপর্যস্ত করে তুলছে। নারীপক্ষ’র দাবী : মাননীয় প্রধান মন্ত্রী নারীর উপর সহিংসতাসহ এসকল অপতৎপরতা বন্ধ করা আপনার হস্তক্ষেপ ছাড়া সম্ভব নয়। নারীপক্ষ আশা করে আপনি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহন করে দেশকে রাহুমুক্ত করবেন।

বার্তা প্রেরক,

নাজমুন নাহার শেলী
সম্পাদক, প্রচার
নারীপক্ষ

Pin It on Pinterest

Share This