Select Page
২০২০-০৯-২৩
বসত বাড়ির আঙ্গিনায়/ছাদে সবজি চাষে রূপালী ব্যাংকের কৃষিঋণ কেবলমাত্র বিবাহিত নারীরাই পাবেন!

স্মারকনং- না.প- ০৯/২০২০- ১৩৩

৮ আশ্বিন ১৪২৭/২৩ সেপ্টেম্বর ২০২০

প্রতিবাদ বিবৃতি

বসত বাড়ির আঙ্গিনায়/ছাদে সবজি চাষে রূপালী ব্যাংকের কৃষিঋণ কেবলমাত্র বিবাহিত নারীরাই পাবেন!


গত ৮ জুলাই ২০২০ রূপালী ব্যাংক লি. কর্তৃক এক সার্কুলারে বলা হয়েছে, মুজিব বর্ষ উপলক্ষে তাদের গৃহীত “বসত বাড়ির আঙ্গিনায়/ছাদে সবজি চাষে গৃহিনীদের প্রণোদনা- এর আওতায় ৪% হারে বিশেষ কৃষিঋণ কর্মসূচি- ২০২০” এর মাধ্যমে নারীদের দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জামানত বিহীন কৃষিঋণ দেয়া হবে। নারীপক্ষ রূপালী ব্যাংক- এর উদ্যোগকে সাধুবাদ জানায় কিন্তু কেবলমাত্র “বিবাহিত” নারীদের জন্য এই ঋণ প্রাপ্তির সুযোগ দেয়াটা অবশ্যই অবিবাহিত নারী তথা সমগ্র নারীদের জন্য অত্যন্ত অপমানজনক ও হেয়কর। কেবলমাত্র ‘বিবাহ’ একজন নারীর যোগ্যতা বা কর্মক্ষমতার মাপকাঠী কিছুতেই হতে পারে না, তাই নারীপক্ষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং রূপালী ব্যাংক কর্তৃপক্ষকে অনতিবিলম্বে এই অপমানজনক ও বৈষম্যমূলক শর্তটি প্রত্যাহার করে নেয়ার জোর দাবি জানাচ্ছে।

তামান্না খান
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This