স্মারক নং- না.প- ০৭/২০১৯- ৪৭২
১৬ শ্রাবণ ১৪২৬/৩১ জুলাই ২০১৯
প্রতিবাদ বিবৃতি
ফেরি ঘাটে ৩ ঘন্টা এ্যাম্বুলেন্স আটকে রাখায় স্কুল ছাত্র তিতাস ঘোষ এর মৃত্যুতে নারীপক্ষ মর্মাহত, ক্ষুব্ধ ও শঙ্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে তথ্য অভিগম্যতা বিষয়ক প্রকল্পে কর্মরত যুগ্ম সচিব আব্দুস সবুর মন্ডলের গাড়ীর অপেক্ষায় তিন ঘন্টা ফেরী আটকে রাখায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র তিতাস ঘোষ ঢাকায় হাসপাতালে পৌছাবার আগেই এ্যাম্বুলেন্সে মারা যায়। গত বৃহস্পাতিবার ২৫ জুলাই ২০১৯ রাতে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মাদারীপুর কাঠালবাড়ী ১ নং ফেরিঘাটে। ভিআইপি প্রটোকলে এ্যাম্বুলেন্সের অগ্রাধিকার পাওয়ার কথা থাকলেও এর তোয়াক্কা না করে এ্যাম্বুলেন্স আটকে রাখার ঘটনা ক্ষমতার চরম অপব্যাবহার এবং আমলাতান্ত্রিক দাপটের বহি:প্রকাশ।
এই ঘটনায় নারীপক্ষ অত্যান্ত মর্মাহত, ক্ষুব্ধ ও শঙ্কিত। এমন মৃত্যুর জন্য যারা দায়ী বিশেষ করে যুগ্ম সচিব ও বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ঘাট সংশ্লিষ্ট ব্যক্তি এবং পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত ও বিচার এর জোর দাবি জানাচ্ছে নারীপক্ষ। সেই সাথে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে ভবিষ্যতে না ঘটে সে ব্যাপারে সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে এ্যাম্বুলেন্স চলাচল নিশ্চিত করার নির্দেশনা দেয়ার জন্য অনুরোধ করছে।
ধন্যবাদসহ,
আফসানা চৌধুরী
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ।