স্মারকনং- না.প- ০৯/২০২০- ১৩৩
৮ আশ্বিন ১৪২৭/২৩ সেপ্টেম্বর ২০২০
প্রতিবাদ বিবৃতি
প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় কিশোরী নীলা রায়কে ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা! ঘটনার দুই দিন পরেও পুলিশ অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি!
নারীর নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের চরম ব্যর্থতায় নারীপক্ষ প্রচন্ড হতাশ, ক্ষুব্ধ এবং মর্মাহত
পত্রিকান্তরে প্রকাশ, গত ২০ সেপ্টেম্বর ২০২০ সন্ধ্যায় সাভারে অসুস্থ কিশোরী নীলা রায়কে তার ভাই অলক রায় রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাভার পৌরসভার দক্ষিণ পাড়া এলাকায় মিজানুর রহমান নামের যুবক তাদের রিকশার গতি রোধ করে এবং অস্ত্রের মুখে নীলাকে নামিয়ে নিজেদের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে নীলার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নীলাকে হত্যা করেছে মিজান। এখনও পর্যন্ত পুলিশ অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি!
এই ঘটনা আবারও প্রমাণ করে, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার চরমভাবে ব্যর্থ। নারীর নিরাপত্তা নিয়ে সরকারের কোন মাথা ব্যথা নেই। দেশে কোন আইনের শাসন নেই। এহেন পরিস্থিতিতে নারীপক্ষ চরম হতাশ, ক্ষুব্ধ এবং মর্মাহত!
সরকারের কাছে নারীপক্ষ’র দাবি, অনতিবিলম্বে কিশোরী নীলার হত্যাকারীকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা হোক। সংঘটিত প্রতিটি নারী নির্যাতনের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করা হোক এবং ঘটনা প্রতিরোধে দ্রæতকার্যকর পদক্ষেপ নেয়া হোক। সেই সাথে নারীপক্ষ সর্বমহলের প্রত্যেকের প্রতি আহŸান জানাচ্ছে, নারীর উপর যে কোন ধরনের নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়–ন।
তামান্না খান
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ।