স্মারক নং- না.প- ০১/২০১৯- ২৬৭
১৮ পৌষ ১৪২৫/ ১ জানুয়ারি ২০১৯
প্রতিবাদ বিবৃতি : ধানের শীষে ভোট দেয়ায় নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে ধর্ষণ ঘটনায় নারীপক্ষ ভীষণভাবে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন
গতকাল সোমবার, ১৭ পৌষ ১৪২৫/৩১ ডিসেম্বর ২০১৮ ভোররাত চারটার দিকে নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে প্রচারমাধ্যম সূত্রে জানা গেছে। ৩০ ডিসেম্বর ২০১৮ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এর স্থানীয় নেতা এবং চর জুবিলি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রুহুল আমীন এই নারীকে নৌকা প্রতীকে ভোট দেওয়ায় জন্য চাপ সৃষ্টি করে। তা সত্ত্বেও এই নারী ধানের শীষে ভোট দেওয়ায় ক্ষুব্ধ রুহুল আমীন এর নেতৃত্বে ১০/১২ জন তার স্বামী-সন্তানকে বেঁধে রেখে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কারসহ দামী জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এই ঘটনায় নারীপক্ষ ভীষণভাবে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন।
আওয়ামী লীগ এর সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট প্রশাসন ও ব্যক্তিবর্গের কাছে নারীপক্ষ জোর দাবি জানাচ্ছে, অনতিবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ধর্ষণকারী প্রত্যেককে বিচারের সম্মুখীন করা হোক। সেইসাথে আমরা আরো দাবি করছি যে, এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে আর একটিও ধর্ষণ বা সহিংসতার ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভকারী দল আওয়ামী লীগ এর অবশ্যই নিতে হবে। নারীসংগঠন হিসেবে আমাদের দাবি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ অতি সত্বর এ বিষয়ে সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করবেন।
ধন্যবাদসহ,
ফরিদা ইয়াছমিন
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ।