স্মারক নং- না.প- ০৪/২০১৯-৩৬৪
১৯ চৈত্র ১৪২৫/০২ এপ্রিল ২০১৯
প্রতিবাদ বিবৃতি : নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর সুবর্ণচরে আবারও গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ ঘটনায় নারীপক্ষ অত্যন্ত ক্ষুব্ধ ও উদ্বিগ্ন
গত ৩১ মার্চ ২০১৯ সন্ধ্যায় নোয়াখালীর সুবর্ণচরে আবারো এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে প্রচারমাধ্যম সূত্রে জানা গেছে। উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগের তাজউদ্দিনের ‘চশমা’ প্রতীকে ভোট দেওয়ায় একই দলের অপর প্রার্থী ‘তালা’ প্রতীকের ফরহাদ হোসেন চৌধুরীর সমর্থকেরা ক্ষুব্দ হয়ে ছয় সন্তানের মা (৩৫) এই নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে।
৩০ ডিসেম্বর ২০১৮ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর সুবর্ণচরে এক নারী নৌকায় ভোট না দেওয়ায় ক্ষুব্ধ আওয়ামী লীগ এর স্থানীয় নেতা এবং চর জুবিলি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রুহুল আমীন এর নেতৃত্বে ১০/১২ জন পরেরদিন ৩১ ডিসেম্বর ভোররাতে ঐ গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কারসহ দামী জিনিসপত্র লুট করে নিয়ে যায়। মাত্র তিন মাসের মাথায় একই ঘটনার পুনরাবৃত্তি প্রমান করে যে, দেশে আইনের শাসন বলতে কিছুই নেই এবং এরই সুযোগ ও ক্ষমতার দাপটে আওয়ামীলীগ দলের দুষ্ট চক্র বার বার একই অপরাধ করে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে নারীপক্ষ অত্যন্ত ক্ষুব্ধ ও উদ্বিগ্ন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট প্রশাসন ও ব্যক্তিবর্গের কাছে নারীপক্ষ জোর দাবি জানাচ্ছে, অনতিবিলম্বে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ধর্ষণকারী প্রত্যেককে বিচারের সম্মুখীন করা হোক। সেইসাথে নারীপক্ষ আরও দাবি করছে যে, নির্বাচনকে কেন্দ্র করে যাতে আর একটিও ধর্ষণ বা সহিংসতার ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব সরকারী দলকে অবশ্যই নিতে হবে। নারীসংগঠন হিসেবে আমাদের দাবি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ অতি সত্বর এ বিষয়ে সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করবেন।
ধন্যবাদসহ,
আফসানা চৌধুরী
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ