Select Page
২০২৩-০৯-২৩
নারীবিদ্বেষী ও নারীর অগ্রযাত্রা ব্যাহতকারী বক্তব্য এবং চিন্তা-চেতনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিন

৮ আশ্বিন ১৪৩০/২৩ সেপ্টেম্বর ২০২৩

সম্প্রতি দেশের উদীয়মান তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিব এর নারীবিদ্বেষী বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রচারমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এরইমধ্যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিন আহমেদ এর একটি বক্তব্যও আমাদেরকে পুনরায় ভাবিয়ে তুলেছে। গত ২০/০৯/২০২৩ উক্ত বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবাধ চলাফেরা সীমিতকরণ বিষয়ে শিক্ষার্থীদের সমালোচনার প্রেক্ষিতে তিনি বলেছেন যে, তিনি ‘তালেবানি কালচার’ নিয়ে খুবই গৌরবান্বিত। এই কালচার নিয়েই তিনি থাকতে চান, ‘ওপেন কালচার’ চান না। অপরদিকে, তানজিম হাসান সাকিব এর বক্তব্য হলো, নারীরা চাকুরি করলে সংসার ও সমাজ নষ্ট হয়, স্বামী ও সন্তানের হক আদায় হয় না।

ক্রিকেট জগতে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী জাতীয় দলের একজন খেলোয়াড় এবং একটি উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বোচ্চপদে আসীন ব্যক্তি যখন এধরনের বক্তব্য দেন তখন তা আর কোন ব্যক্তির কথা থাকেনা, তা সমগ্র নারীসমাজের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বক্তব্য হিসেবে পরিগণিত হয়; তাই এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। আমাদের দাবি, ক্রিকেটার তানজিম হাসান সাকিব এবং ভিসি ফরিদ উদ্দিন আহমেদকে তাদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হোক; কোন প্রতিষ্ঠানের কারো পক্ষ থেকেই নারীবিদ্বেষী যেকোন ধরনের বক্তব্য প্রদান বা প্রচার-প্রচারণা থেকে বিরত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। নারীকে অপমান-অপদস্থ ও অগ্রযাত্রা ব্যাহতকারী সকলপ্রকার শিক্ষা, সংস্কৃতিকে নির্মূল করতে সরকার কর্তৃক আশু কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক।

বার্তা প্রেরক,

তামান্না খান পপি
আন্দোলন সম্পাদক,

Pin It on Pinterest

Share This