স্মারক নং- না.প- ০১/২০২০- ১০
১ মাঘ ১৪২৬/১৫ জানুয়ারি ২০২০
প্রতিবাদ বিবৃতি
ধর্ষণকারীদের ‘ক্রসফায়ার’- এ মেরে ফেলার দাবি উত্থাপনে নারীপক্ষ হতবাক ও ক্ষুব্ধ
গতকাল মঙ্গলবার (১৪/০১/২০) জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ও মুজিবুল হক ধর্ষণকারীদের ‘ক্রসফায়ার’- এ মেরে ফেলার দাবি জানান। শুধু তাই নয়, সরকারদলীয় জ্যেষ্ঠ্য সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ আরো দুইজন সংসদ সদস্য তাদের এই দাবির প্রতি সমর্থন জানান। দেশের সর্ব্বোচ্চ নীতিনির্ধারক ও আইনপ্রণেতাদের এহেন অর্বাচীন, স্থুল এবং দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও আচরণে নারীপক্ষ যারপরনাই হতবাক ও ক্ষুব্ধ।
সংসদ সদস্যদের এই দাবি দেশে আইনের শাসন না থাকা ও বিচারহীনতাকেই উৎসাহিত করে। ‘ক্রসফায়ার’- এ মেরে ফেলার অর্থ হত্যা করা, যা একটি অপরাধ। ধর্ষণ অপরাধকে নির্মূল করতে হলে ন্যায়বিচার যেমন নিশ্চিত করতে হবে তেমনি এই অপরাধের মূল কারণ নারীকে ভোগ্যবস্তু, অধস্থন ও পুরুষের অধীনস্ত ভাবা ও নারীর উপর সেইরূপ আচরণ করা এবং দেশে আইনের শাসন না থাকা ও বিচারহীনতার সংস্কৃতিকে সমুলে উৎপাটন করতে হবে। আমরা আশা করি, মাননীয় সংসদ সদস্যগণ দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বদা সজাগ ও সতর্ক থাকবেন।
তামান্না খান
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ।