Select Page
২০২৩-১০-০৪
চারণকবি রাধাপদ রায় এর উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনা এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছে নারীপক্ষ

১৯ আশ্বিন ১৪৩০/৪ অক্টোবর ২০২৩

সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রিকান্তরে প্রকাশিত খবরে জানা যায়, ৬/৭ মাস আগেকার একটি সালিশে বাকবিতন্ডার জের ধরে গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ কুড়িগ্রামের অশীতিপর চারণকবি রাধাপদ রায়কে তাঁর নিজ বাড়িতে নৃশংসভাবে পিটিয়ে মারাত্মক আহত করে পাশের গ্রামের দুই ভাই রফিকুল ইসলাম ও কদুর আলী। তারা এই ঘটনায় কোন মামলা না করার হুমকি দিয়ে পালিয়ে যায়; তা সত্তে¡ও রাধাপদ রায় এর পক্ষ থেকে স্থানীয় থানায় মামলা করা হয় কিন্তু অভিযুক্ত উক্ত দুই যুবককে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। নারীপক্ষ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। নারীপক্ষ জোর দাবি জানাচ্ছে, রাধাপদ রায় এর উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক এবং দ্রুততার সাথে ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচারের পদক্ষেপ নেয়া হোক। নারীপক্ষ আরো দাবি জানাচ্ছে, এই ধরনের ঘটনা যাতে দেশে আর একটিও না ঘটতে পারে সে বিষয়ে সরকার ও স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়া হোক।

বার্তা প্রেরক,

তামান্না খান পপি
আন্দোলন সম্পাদক,
নারীপক্ষ।

Pin It on Pinterest

নারীপক্ষ
Share This