Select Page
২০১৮-১০-২৭
খাগড়াছড়িতে বৌদ্ধবিহার ও মুর্তি ভাঙচুরে নারীপক্ষ অত্যন্ত ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন

স্মারক নং- না.প- ১০/২০১৮- ২২৩

১২ কার্তিক ১৪২৫/২৭ অক্টোবর ২০১৮


প্রতিবাদ বিবৃতি

খাগড়াছড়িতে বৌদ্ধবিহার ও মুর্তি ভাঙচুরে নারীপক্ষ অত্যন্ত ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন


খাগড়াছড়ি’র গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের দূর্গম কুকিছড়া এলাকায় ২২ অক্টোবর ২০১৮ গভীর রাতে দুস্কৃতিকারী কে বা কাহারা রাতের আঁধারে বৌদ্ধ বিহার ও বৌদ্ধ মুর্তি ভাঙচুর করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এইসকল ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। সেইসাথে আরো দাবি করছি, অনতিবিলম্বে প্রকৃত দোষী প্রত্যেককে খুঁজে বের করে অতি দ্রুত সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার করা হোক।

বৌদ্ধ মুর্তি ভাঙচুর কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। তাছাড়া পার্বত্য জেলাগুলোতে জাতিগত সংখ্যালঘুরা যে বহুমাত্রিক নিপীড়নের শিকার, এ ঘটনা এরই অংশ। এই ধরনের সাম্প্রদায়িক সন্ত্রাসের দায় সরকার ও রাষ্ট্রের উপরই বর্তায়, কারণ গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব হলো ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা এবং সকল ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্মীয় উৎসব-অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের নিশ্চয়তা বিধান করা।

এমন ঘটনা কেবল মুর্তি বা প্রতিমাকেই ভাঙে না, যুগ যুগ ধরে এদেশের সর্বধর্মের মানুষের মধ্যে থাকা সম্প্রীতির উপর বড় আঘাত হানে। নারীপক্ষ’র দাবি, সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধে সরকার ও প্রশাসন সর্বাধিক গুরুত্ব দিবেন এবং দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।

বার্তা প্রেরক,

ফরিদা ইয়াছমিন
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ

 

Pin It on Pinterest

Share This