Select Page
২০১৮-০৭-০৩
কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগের বর্বরোচিত হামলায় নারীপক্ষ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

স্মারক নং- না.প- ০৭/২০১৮-১৪০

১৯ আষাঢ় ১৪২৫/৩ জুলাই ২০১৮

প্রতিবাদ বিবৃতি

কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগের বর্বরোচিত হামলায় নারীপক্ষ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ


সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কার করে গেজেট প্রকাশের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী ও চাকুরিপ্রার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গত ৩০ জুন ছাত্রলীগ হামলা চালায়। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগ এলাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকায় আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে গতকাল ২ জুলাই টানা তৃতীয় দিনেও তারা বর্বরোচিত হামলা চালায়। আন্দোলনকারী নারীরাও এই হামলা থেকে রেহাই পায়নি। অথচ এই হামলাকারীদের বিরুদ্ধে সরকার বা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া তো দূর উপরন্তু পুলিশ আন্দোলনকারীদেরই গ্রেফতার করছে, নির্যাতন চালাচ্ছে! নারীপক্ষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অনতিবিলম্বে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে। ক্ষমতাসীন ‘আওয়ামী লীগ’ দলীয় প্রধানের কাছে আমাদের আহ্বান, আপনার দলের ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের এহেন ঘৃণ্য তৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ নিন।


‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা সমগ্র দেশ ও জাতির জন্য অত্যন্ত লজ্জা ও কলঙ্কের। দেশে আইনের শাসনের প্রচন্ড অভাব এবং বিচারহীনতার অপসংস্কৃতি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা এবং নির্বাচনহীনতার সংস্কৃতি এই অরাজক পরিস্থিতির জন্য দায়ী। এর অবসানে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকল মহলের দৃষ্ঠি আকর্ষণ করছি।

তামান্না খান
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ

Pin It on Pinterest

Share This